রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১১টায় আশরাফুল আলম বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক পিকআপ তাকে ধাক্কা দিলে পড়ে যান তিনি। তখন গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিমানবন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

বিমানবন্দর থানার এসআই খায়রুল বাশার সমকালকে বলেন, আশরাফুলের বাড়ি গাজীপুরের জয়দেবপুর। শনিবার রাতে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

‎ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ ধরায় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

‎সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেছেন,‎ বুধবার ভোরে সদরপুর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি জানান, অভিযানকালে জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর মাদ্রাসা এবং দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/তামিম/রফিক

সম্পর্কিত নিবন্ধ