টানা খেলার ক্লান্তি, ঘন ঘন ভ্রমণ আর চাপা ক্ষোভ, সব মিলিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাপ্যটা আদায় করে নিলেন ফুটবলাররা। অবশেষে বাধ্যতামূলক বিশ্রামের ব্যাপারে সম্মত হলো ফিফা। 

ব্যস্ত আন্তর্জাতিক ও ক্লাব সূচিতে হাঁপিয়ে ওঠা ফুটবলারদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল নির্দিষ্ট বিশ্রামের। প্রথমে আবেদন, পরে ইউরোপিয়ান ইউনিয়নে মামলা, সবকিছুর পর শনিবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসে খেলোয়াড় সংগঠনগুলোর সিনিয়র প্রতিনিধিরা। সেখানেই ফুটবলারদের দাবির প্রতি সম্মতি জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সভা শেষে বৈঠকের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘সভায় খেলোয়াড়দের স্বাস্থ্যসংক্রান্ত (পুরুষ ও নারী উভয়) মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক প্রতিষ্ঠিত পেশাগত ঝুঁকি প্রতিরোধ কাঠামোর অংশ।’

ফিফার সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী, এখন থেকে দুই ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম পাবেন খেলোয়াড়রা। প্রতিটি মৌসুম শেষে নুন্যতম ২১ দিনের ছুটি থাকবে তাদের জন্য। সপ্তাহে অন্তত একদিন বাধ্যতামূলক বিশ্রাম দিতে হবে ক্লাব ও দেশকে। খেলোয়াড়দের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও জলবায়ু প্রভাব বিবেচনায় তৈরি হবে নতুন আন্তর্জাতিক ক্যালেন্ডার।

২০২৪ সালের জুনে অতিরিক্ত চাপ প্রয়োগ ও ইউরোপের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে মামলা করেছিল বিশ্ব ফুটবল খেলোয়াড় সংগঠন এফআইএফপিআরও, ইংল্যান্ডের পিএফএ ও ফ্রান্সের ইউনিএফপি। আদালত পর্যন্ত গড়ানো সেই দাবি এবার সফল হলো আলোচনার মাধ্যমেই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।

আরো পড়ুন:

নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে

টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”

অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ