ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
Published: 13th, July 2025 GMT
মেটলাইফ স্টেডিয়াম প্রস্তুত। আলো ঝলমলে সেই অঙ্গনে আজ রাতে নামছে ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও চেলসি। ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপের মহারণে মুখোমুখি তারা, যেখানে শুধু একটা প্রশ্ন, কে হবে বিশ্ব ক্লাব ফুটবলের নতুন রাজা?
এক মাসের এই টুর্নামেন্টে পার করেছে ৬৩টি ম্যাচ। অবশেষে বাকি শুধু একটি ধাপ, যেখানে অপেক্ষা শিরোপার মিষ্টি হাসি। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়, আর তার ঠিক পরেই লেখা হবে নতুন এক ইতিহাস।
দুই দলের যাত্রাটাই ছিল চোখে পড়ার মতো। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। অন্যদিকে, চেলসি দাপটের সঙ্গে বিদায় করেছে পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে।
আরো পড়ুন:
শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
মাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোস
ফাইনালের আগে দুই শিবিরেই বাড়তি উত্তেজনা। পিএসজির কোচ লুইস এনরিক যথারীতি কৌশলী, “চেলসি দারুণ একটি দল, তাদের কোচ মারেৎস্কা চমৎকার ট্যাকটিশিয়ান। তবে আমরা নিজেদের দলীয় নীতিতে বিশ্বাসী, একক তারকানির্ভরতায় নয়।”
চেলসি কোচ মারেৎস্কার জবাবও সম্মানপূর্ণ, “পিএসজি ইউরোপ তো বটেই, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। তবে ফাইনাল বলে কথা। আমরাও প্রস্তুত চূড়ান্ত লড়াইয়ের জন্য।”
দুই দলের স্কোয়াডেও আছে কিছু চমক। চেলসি ফিরে পাচ্ছে লিভাই কলউইল ও লিয়াম ডিলাপকে, সুস্থ হয়ে উঠেছেন রিস জেমসও। যদিও মইসেস কাইসেদোর গোড়ালির চোট নিয়ে এখনও শঙ্কা কাটেনি। অপরদিকে, নিষেধাজ্ঞার কারণে পিএসজি হারিয়েছে উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজকে। তবে উসমান দেম্বেলেকে নিয়ে আশাবাদী এনরিকে, যিনি ফিরে পেয়েছেন ফর্ম ও ফিটনেস।
মাঠে নজর থাকবে ভিতিনহা, রুইজ, কাভারাৎসখেলিয়া কিংবা দেম্বেলের ওপর। আর চেলসির ভরসা হতে পারেন এনকুনকু, স্টার্লিং ও কোল পামারের মতো নাম।
এটি হবে দুই দলের নবম দেখাও। আগের আট লড়াইয়ে তিন জয় পিএসজির, চেলসি জিতেছে দুইটিতে, ড্র হয়েছে তিন ম্যাচ। তবে শেষ চার দেখায় জয়হীন ব্লুরা এবার কি পারবে হিসাব মেলাতে?
সব উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায়। একপাশে পিএসজির পঞ্চম শিরোপার হাতছানি, অন্যপাশে চেলসির স্বপ্ন দ্বিতীয়বার বিশ্বসেরা হবার। একশ্রেষ্ঠত্বের রাত অপেক্ষায়—কে হাসবে শেষ হাসি? ফুটবল ভক্তদের চোখ এখন কেবল নিউ জার্সির আকাশে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ ইন ল প এসজ
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
আরো পড়ুন:
নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল
বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে
টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”
অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।
ঢাকা/আমিনুল