চোখের কোন সমস্যায় কোন বিশেষজ্ঞের কাছে যাবেন
Published: 22nd, July 2025 GMT
১. অফথ্যালমোলজিস্ট বা চক্ষুবিশেষজ্ঞ: চোখের সব ধরনের রোগ, যেমন চোখে ব্যথা, ঝাপসা দেখা, চোখ লাল হওয়া, ছানি, গ্লুকোমা ইত্যাদির চিকিৎসা করেন। প্রয়োজনে সার্জারিও করতে পারেন। তবে তাঁদের কাজের ক্ষেত্র আলাদা হতে পারে। অফথ্যালমোলজিতে অনেক সাব-স্পেশালিটি আছে; কারণ, চোখ একটি জটিল অঙ্গ।
২. অপটোমেট্রিস্ট: সাধারণত দৃষ্টিশক্তি যাচাই করেন। তবে চোখে গুরুতর সমস্যা থাকলে অফথ্যালমোলজিস্টের কাছে পাঠিয়ে দেন।
৩.
অপটিশিয়ান: চশমা বা কন্ট্যাক্ট লেন্স বানানো ও সেসবের ফিটিংয়ের কাজ করেন। তাঁরা চিকিৎসা দেন না।
১. কর্নিয়া ও রিফ্রাকটিভ সার্জারি বিশেষজ্ঞ
কর্নিয়াসংক্রান্ত (চোখের সামনের স্বচ্ছ অংশ) রোগ, যেমন কর্নিয়ার আলসার বা কর্নিয়ার সংক্রমণের ক্ষেত্রে এই সাব-স্পেশালিটিতে দেখাতে হবে। কর্নিয়া প্রতিস্থাপন করার কাজটি তাঁরাই করেন। আরও করেন ল্যাসিক ও অন্যান্য সার্জারি; অর্থাৎ যেসব সমস্যা দৃষ্টিশক্তি বা দেখার ক্ষমতার সঙ্গে যুক্ত (রিফ্রাকটিভ সার্জারি), সেসব সার্জারি করেন তাঁরা।
২. নিউরো-অফথ্যালমোলজিস্ট
চোখ ও স্নায়ুর সংযোগজনিত সমস্যার চিকিৎসা করেন এই বিশেষজ্ঞরা। ডাবল ভিশন (একটি জিনিস দুটি দেখা), চোখের পাতা পড়ে যাওয়া, অপটিক নার্ভের সমস্যা, মস্তিষ্কের টিউমার এবং স্ট্রোকজনিত চোখের সমস্যায় নিউরো-অফথ্যালমোলজিস্ট চিকিৎসা দেন।
৩. পেডিয়াট্রিক অফথ্যালমোলজিস্ট
শিশুদের চোখের সমস্যায় চিকিৎসা দেন তাঁরা। শিশুদের ট্যারা চোখের সমস্যা সমাধানে এই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুনচোখ ভালো রাখতে চাইলে এসব খাবার খান০৪ নভেম্বর ২০২৪৪. গ্লুকোমা বিশেষজ্ঞ
চোখের চাপ বৃদ্ধি এবং অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যায় গ্লুকোমা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়। এ ধরনের সমস্যায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং চিরস্থায়ী অন্ধত্বের ঝুঁকি থাকে।
৫. রেটিনা ও ভিট্রিয়াস বিশেষজ্ঞ
ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল ডিটাচমেন্ট, ম্যাকুলার ডিজেনারেশনের মতো রোগের চিকিৎসা করেন এই বিশেষজ্ঞরা। বিশেষ ধরনের ইনজেকশন বা রেটিনাল সার্জারির মাধ্যমে চিকিৎসা দেন তাঁরা।
৬. ক্যাটার্যাক্ট ও ইন্ট্রা-অকুলার সার্জন
চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন করেন এই বিশেষজ্ঞরা।
কর্নিয়া ও রিফ্রাকটিভ সার্জারি বিশেষজ্ঞরা কর্নিয়াসংক্রান্ত সমস্যায় সার্জারি করেনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫