উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিখোঁজ ছাত্রী রাইসার মরদেহ শনাক্ত
Published: 22nd, July 2025 GMT
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। তবে সে আর বেঁচে নেই। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবরের পর ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মিলেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাইসা মনির চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “রাইসার খোঁজ মিলেছে, কিন্তু সে আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পেট থেকে মাথা পর্যন্ত দগ্ধ ছিল। তবে তার বাবা শনাক্ত করতে পেরেছেন।”
আরো পড়ুন:
যুদ্ধবিমান বিধ্বস্তে উদ্ধারকালে অনভিপ্রেত ঘটনা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
বিমান দুর্ঘটনা: আহত-নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কর্মসূচি
তিনি আরো জানান, রাইসার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন হবে।
এর আগে, বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে রাইসা মনি। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।