ছেলের কাছে হেরে যাওয়াকেই নাকি বাবারা জয় মনে করেন। মোহাম্মদ নবী সেটা মনে করেন কি না, তা আপাতত জানা সম্ভব নয়। তবে মাঠের একটা মুহূর্তের জন্য ছেলেকে নিয়ে তাঁর গর্ব হওয়ারই কথা।

গত শনিবার আফগানিস্তানে শুরু হয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগ। পাঁচ দলের এই টুর্নামেন্টে গতকাল মুখোমুখি হয়েছে দেশটির তারকা অলরাউন্ডার নবীর দল মিস আইনাক নাইটস ও তাঁর ছেলে হাসান ইসাখিলের দল আমো শার্কস।

কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাবা নবীর প্রথম বলেই বিশাল ছক্কা মেরেছেন ছেলে ইসাখিল। সেই মুহূর্তের ভিডিও দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

আগে ব্যাটিংয়ে নামা আমো শার্কসের রান তখন ৮ ওভারে ২ উইকেটে ৬৬। স্ট্রাইক প্রান্তে থাকা হাসান ইসাখিল তখন ২৩ বলে ৩৪ রানে অপরাজিত। এমন সময় সানগ্লাস পরে বোলিংয়ে আসেন মোহাম্মদ নবী।

রাউন্ড দ্য উইকেট থেকে নিজের প্রথম বলটা করেন ইসাখিলের পছন্দের স্লটে। সুযোগটা হাতছাড়া করেননি তিনি। সজোরে ব্যাট চালিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল পাঠান সীমানার ওপারে।

ভিডিওতে দেখা যায়, ছক্কা খাওয়ার পর ছেলের দিকে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে তাকিয়ে পরের বল করতে যান নবী। চুইংগাম চিবোতে থাকা ইসাখিল যেন বাবাকে পাত্তাই দিতে চাননি। একটু হেসে সঙ্গী ব্যাটসম্যান শহীদউল্লাহ কামালের সঙ্গে কথা বলতে থাকেন।

ক্রিকেট মাঠে বিরল এই দৃশ্য নিয়ে ধারাভাষ্যকার বলেন, ‘মোহাম্মদ নবীকে সম্ভাব্য সেরা উপায়ে স্বাগত জানালেন ইসাখিল।’

বাবা মোহাম্মদ নবীর বলে ছক্কা মারার পর এভাবেই হাসতে থাকেন হাসান ইসাখিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ