দেশের সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা। চারটি পৃথক প্রস্তাবের আওতায় এই সার আমদানি করা হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাব ৪টিতে অনুমোদ দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, মরক্কো এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটের ৪০,০০০ মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। ফসল উৎপাদনে ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ।বাংলাদেশে ডিএপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত চাহিদা প্রায় ১৪.৮৫ লাখ মেট্রিক টন। বিএডিসিতে নিরাপত্তা মজুত হিসেবে প্রতি বছর ৩.০০ লাখ মেট্রিক টন ডিএপি সার মজুত রাখতে হয়। উক্ত নিরাপত্তা মজুতসহ ডিএপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত মোট চাহিদা ১৭.৮৫ লাখ মেট্রিক টন। চলতি অর্থবছরের শুরুতে বিএডিসিতে ডিএপি সারের প্রারম্ভিক মজুত ছিল ৩.০৪ লাখ মেট্রিক টন। বিসিআইসি বছরে প্রায় ১.০০ লাখ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করে থাকে। বেসরকারি পর্যায়ে ৫.০০ লাখ মেট্রিক টন ডিএপি সার আমদানিক্রমে সরবরাহ কার্যক্রম চলমান। অবশিষ্ট ৮.৮১ লাখ মেট্রিক টন ডিএপি সার বিএডিসির মাধ্যমে আমদানিক্রমে সরবরাহ করা হচ্ছে।

ফসল উৎপাদনে মিউরেট-অব-পটাশ (এমওপি) সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বাংলাদেশে এমওপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত চাহিদা ৯.৫০ লাখ মেট্রিক টন। বিএডিসিতে নিরাপত্তা মজুত হিসেবে প্রতি বছর ২.০০ লাখ মেট্রিক টন এমওপি সার মজুত রাখতে হয়। উক্ত নিরাপত্তা মজুতসহ এমওপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরে নিরুপিত মোট চাহিদা ১১.৫০ লাখ মেট্রিক টন। চলতি অর্থবছরের শুরুতে বিএডিসিতে এমওপি সারের প্রারম্ভিক মজুত ছিল ৩.০১ লাখ মেট্রিক টন। বেসরকারি পর্যায়ে ২.৫০ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানিক্রমে সরবরাহ করা হয়ে থাকে। অবশিষ্ট ৫.৯৯ লাখ মেট্রিক টন এমওপি সার বিএডিসির মাধ্যমে পর্যায়ক্রমে আমদানি কার্যক্রম চলমান।

রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক ২য়) লটের ৩০,০০০ মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। ফসল উৎপাদনে মিউরেট-অব-পটাশ(এমওপি) সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ।

বাংলাদেশে এমওপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত চাহিদা ৯.৫০ লাখ মেট্রিক টন। বিএডিসিতে নিরাপত্তা মজুত হিসেবে প্রতি বছর ২.০০ লাখ মেট্রিক টন এমওপি সার মজুত রাখতে হয়। উক্ত নিরাপত্তা মজুতসহ এমওপি সারের ২০২৫-২৬ অর্থবছরে নিরূপিত মোট চাহিদা ১১.৫০ লাখ মেঃটন। চলতি অর্থবছরের শুরুতে বিএডিসিতে এমওপি সারের প্রারম্ভিক মজুদ ছিল ৩.০১ লাখ মে.টন। বেসরকারি পর্যায়ে ২.৫০ লাখ মেঃটন এমওপি সার আমদানিক্রমে সরবরাহ করা হয়ে থাকে। অবশিষ্ট ৫.৯৯ লাখ মেঃটন এমওপি সার বিএডিসির মাধ্যমে পর্যায়ক্রমে আমদানি কার্যক্রম চলমান। দেশের কৃষি উৎপাদনে এমওপি সারের চাহিদা মেটানোর লক্ষ্যে বিএডিসির মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান  জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিংটরক)’ থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে এমওপি সার আমদানি করা হচ্ছে। উল্লেখ্য, বিএডিসি কর্তৃক রাশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানিতে ব্যয় হবে  ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ম লটের ৩০,০০০ মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।ফসল উৎপাদনে টিএসপি সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বাংলাদেশে টিএসপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত চাহিদা প্রায় ৭.৫০ লাখ মেট্রিক টন। বিএডিসিতে নিরাপত্তা মজুত হিসেবে প্রতি বছর ২.০০ লাখ মেট্রিক টন টিএসপি সার মজুত রাখতে হয়। উক্ত নিরাপত্তা মজুতসহ টিএসপি সারের ২০২৫-২০২৬ অর্থবছরের নিরুপিত মোট চাহিদা ৯.৫০ লাখ মেট্রিক টন। চলতি অর্থবছরের শুরুতে বিএডিসিতে টিএসপি সারের প্রারম্ভিক মজুত ছিল ২.২৫ লাখ মেট্রিক টন। বিসিআইসি বছরে প্রায় ১.০০ লাখ মেট্রিক টন টিএসপি সার উৎপাদন করে থাকে। অবশিষ্ট ৬.২৫ লাখ মেট্রিক টন টিএসপি সার বিএডিসি ও বেসরকারি পর্যায়ে আমদানিক্রমে সরবরাহ কার্যক্রম চলমান। চলতি বছরে বেসরকারি পর্যায়ে আমদানি লক্ষমাত্রা ২.০০ লাখ মেট্রিক  টন। চলতি অর্থবছরে বিএডিসি কর্তৃক আমদানিতব্য সারের পরিমাণ ৪.২৫ লাখ মেট্রিক টন, যা পর্যায়ক্রমে সংগ্রহ করা হচ্ছে। মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করতে ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

ঢাকা/হাসনাত/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৫০ ল খ ম ট র ক টন র ষ ট র য় পর য য় চ ক ত র আওত য় স র ব এড স স র আমদ ন আমদ ন ক র সরবর হ ক ব এড স ত অবশ ষ ট স র একট ব সরক র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে পিএসজি, লিভারপুল, বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকোর মতো ক্লাব।

সিপিএল: এলিমিনেটর

অ্যান্টিগা-ত্রিনবাগো
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

২য় নারী ওয়ানডে

ভারত-অস্ট্রেলিয়া
বেলা ২টা, স্টার স্পোর্টস ১

এশিয়া কাপ ক্রিকেট

পাকিস্তান-আমিরাত
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

অলিম্পিয়াকোস-পাফোস
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

বায়ার্ন-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-আতলেতিকো
রাত ১টা, সনি স্পোর্টস ২

আয়াক্স-ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস ৫

পিএসজি-আতালান্তা
রাত ১টা, সনি লিভ

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা
  • সেন্ট যোসেফের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি, নিয়ম প্রকাশ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • জাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন