‘আমরা তো জানিই ওরা হেরে যাবে…’, আজকের শেষ টি-টোয়েন্টি নিয়ে পাকিস্তানের এক সাংবাদিক বেশ ক্ষোভ নিয়েই বললেন কথাটা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিসিবি আয়োজিত নৈশভোজে ক্রিকেটাররা আসবেন। তাঁদের ছবি নেওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই কাল তিনি ক্ষোভ ঝাড়লেন এক সপ্তাহের বাংলাদেশ সফরে পাকিস্তান দলের মাত্র এক দিন অনুশীলন করা নিয়েও।

প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান দল কালও ছিল বিশ্রামে, বিশ্রামে ছিল তাদের ধবলধোলাই করার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশও। দুই দলের ক্রিকেটারদেরই ব্যস্ততা বলতে সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা উপলক্ষে বিসিবির আয়োজিত নৈশভোজে যোগ দেওয়া। পাকিস্তানের কোচ মাইক হেসন অবশ্য বিকেলে দেখা করেছেন এ সভার জন্য ঢাকায় আসা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে।

আরও পড়ুনএসিসির সভায় যোগ দিচ্ছে ভারত১১ ঘণ্টা আগে

পাকিস্তানকে ধবলধোলাই করার স্বাদ বাংলাদেশ আগেও পেয়েছে। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়কে বাংলাদেশ রূপ দিয়েছিল হোয়াইটওয়াশে। এবার প্রথমবারের মতো তাদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ওই হাতছানি এসেছে এ সংস্করণেও। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০২১ সালে দেশে, দ্বিতীয়বার এ বছর পাকিস্তানে। দুই সিরিজেই ধবলধোলাই হয় বাংলাদেশ।

মাঠের লড়াইয়ে পারছে না পাকিস্তান দল। কিন্তু মাঠের বাইরে ঠিকই সম্প্রীতির বাতাস বইছে। গতকাল রাতে দুই দল একসঙ্গে ডিনার করেছে। ডিনারে যাওয়ার পথে পাকিস্তানের আবরার ও জাকের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ধবলধ ল ই

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই
  • ধবলধোলাই হয়ে লিটন বললেন, ‘একটা বিরতি দরকার’
  • আবারও ব্যাটিং–ব্যর্থতা, ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ