Risingbd:
2025-11-03@00:24:44 GMT

উইকেটের মিছিলে বিব্রতকর হার

Published: 24th, July 2025 GMT

উইকেটের মিছিলে বিব্রতকর হার

বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেলেও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। প্রথম দুই টি-টোয়েন্টিতে রান খরার অভিযোগ ছিল দর্শকদের। এবার প্রথম ইনিংসে অন্তত তেমন কিছু ছিল না। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দেখাল উল্টো দৃশ্য। এতে ভেঙে যায় মাঠে আসা দর্শকদের হৃদয়।

ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খালি হতে থাকে আসন। হাতেগোনা দর্শক ছিলেন ঝলকের আশায়। নাসুম আহমেদের আউটে অষ্টম উইকেটের পতনের পর গ্যালারিতে চলে উল্লাস। এরপর সাইফউদ্দিন কিছুটা আনন্দ দিতে পারেন!

পাকিস্তানের বাটারদের চার-ছয়ের ফুলঝুরিতে বাংলাদেশের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। তাড়া করতে  নেমে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সাইফ উদ্দিন সর্বোচ্চ ৩৫ রান করেন। সমান দুটি চার ও ছক্কায় ৩৪ বলে এই রান করে অপরাজিত ছিলেন তিনি। সাইফউদ্দিন এই রান না করলে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হতে পারত বাংলাদেশ!

আরো পড়ুন:

আহত পন্তের লড়াকু ফিফটির পর ৩৫৮ রানে অলআউট ভারত

পায়ের পাতায় চিড় নিয়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে ফিরলেন পন্ত

বাংলাদেশ প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিক শিবির। পাওয়ার প্লেতে আসে ২৯ রান! ৫০ রান না হতেই নাই হয়ে যায় ৭ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০। তখন শুরু হয়ে যায় হিসাব-নিকাশ। কিন্তু না তা আর হয়নি।

প্রথম ৭ ব্যাটারদের মধ্যে মাত্র একজন দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। নাঈম শেখ সেই ১০ রান করতে খরচ করেন ১০ বল! শূন্য রান করেন তানজীদ তামিম-মেহেদী হাসান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান মির্জা। ২ উইকেট নেন ফাহিম আশরাফ।

অথচ প্রথম ম্যাচে একই উইকেটে  আগে ব্যাটিং করে মাত্র ১১০ রান করতে পারে পাকিস্তান। এবার ওপেনিং জুটিতেই ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের বার্তা দেয় আঘা সালমানের দল। সাহিবজাদা ফারহান-সিয়াম আইয়ুবের ৮২ রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয়। ২১ রানে সিয়াম আউট হতে ভাঙে সেই জুটি। ৬৩ রান করে থামেন ফারহান।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে পাকিস্তান। ১৭ বলে ৩৩ রান করেন নাওয়াজ। ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। ৯ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন সালমান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও