বিশ্বে দূরপাল্লায় চলাচলকারী বৃহত্তম এয়ারলাইন বা বিমান পরিবহন সংস্থা এমিরেটস ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপটিতে দুআ বিভাগ রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট ‘ডিনাটা’। দুই বিভাগে এ বছরেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এমিরেটসের এক্স গ্রুপের এক পোস্টে বলা হয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া চলবে।

গত মঙ্গলবার (২২ জুলাই) এক্সে এক পোস্টে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার জন্য বিভিন্ন দেশে ২ হাজার ১০০টির বেশি ওপেন ডে ও নিয়োগসংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, আর্থিক বিভাগসহ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধু কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগে।

আরও পড়ুনকৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭২৪ জুলাই ২০২৫

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। বর্তমানে বিমান সংস্থাটির মোট কর্মী ১ লাখ ২১ হাজারের বেশি। দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস নানা সুবিধা প্রদান করে। যেমন লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণসুবিধা (ফ্লাইট টিকিটসহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।

এ বছরে এমিরেটস ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেবে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন কর ম

এছাড়াও পড়ুন:

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে এ কেন্দ্র গত মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

আবেদনকারীরা বুধবার থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এ কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা আর দক্ষতা বাড়ানো।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়া করার কাজে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসাসংক্রান্ত সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন এ আবেদন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra এই ঠিকানায়।

সম্পর্কিত নিবন্ধ