আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্রসহ দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।’’  

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা, ক্যাফেটেরিয়া, রেশন স্টোরসহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন

চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বললেন যুব-ছাত্রদলের নেতারা

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে।’’  

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো বিভেদ নেই বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি‌ করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।  প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।’’

এ সময় নারাায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন। 

এর আগে সিদ্ধিরগঞ্জের র‍্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি দপ্তর পরিদর্শনে যান তিনি। 
 

ঢাকা/অনিক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক রোববার (২ নভেম্বর) সাপ্তাহিক হাটে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। এই হাট শত বছরের পুরনো এবং হাটের দিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
প্রচারণার সময়ে তাঁর সঙ্গে ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন,  ৯ নং ওয়ার্ড গাজী নুরুজ মিয়া, সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন, কৃষক দলের সোনারগাঁ উপজেলার যুগ্ম আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা দুলাল, কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী তারেক আহমেদ লিওন, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক রোমানা জাহান বন্যা, রোজিনা আক্তার, ফরিদা আক্তার, মহসিন সরকার প্রমূখ।


দুপুর আড়াইটায় জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ হাবিবুর রহমান হাবিব এর দলদার গ্রামের বাসভবনে গিয়ে অধ্যাপক মামুন মাহমুদ কুশল বিনিময় এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল ও অধ্যাপক মাহবুবুর রহমান অধ্যাপক মামুন মাহমুদ এর সঙ্গে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি ও বাস্তবতা ভিন্ন
  • প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
  • ‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 
  • গণভোট নিয়ে উত্তাপ নির্বাচনে প্রভাব ফেলবে না: প্রেস সচিব
  • অজ্ঞাতনামা লাশ আর কারা হেফাজতে মৃত্যু বেড়েছে, শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় জনমনে সন্দেহ: এমএসএফ
  • খেলার নামে আদম পাচার ঠেকাতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ
  • কথার আগে গুলি চালায় ‘কাকন বাহিনী’, দাপিয়ে বেড়াচ্ছে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল