৬ বলে ৭ রান নিতে পারল না দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
Published: 26th, July 2025 GMT
ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে দরকার ছিল ৭ রান, শেষ দুই বলে ৪। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে এই সহজ সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। শেষ ৬ বলের দুটিতে উইকেট হারিয়ে, আরও দুটিতে ডট খেলে দলটি ম্যাচ হেরেছে ৩ রানে। যদিও হাতে থেকে গেছে ৪ উইকেট।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে এমন হারের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রেসি ফন ডার ডুসেন বলেছেন, তাঁর দল জয় থেকে এক সেন্টিমিটারের মতো দূরত্বে ছিল।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটির ফাইনালে বেশিরভাগ সময়ই জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ১৮০। তাড়া করতে নেমে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও রিজা হেনড্রিকসের উদ্বোধনী জুটি ৯.
জুটি ভাঙার পর হাল ধরেন অধিনায়ক ফন ডার ডুসেন। তবে ১৫তম ওভারের শেষ বলে ডুসেন অ্যাডাম মিলনের বলে আর ১৬তম ওভারের প্রথম বলে রুবিন হেরমান জ্যাকব ডাফির বলে আউট হলে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
নাটকীয় সমাপ্তিতে ম্যাচজয়ের আনন্দ নিউজিল্যান্ডের খেলোয়াড়দেরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি