ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের দৃঢ়তায় খেলা পেয়েছে নতুন মোড়। ৩১১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করলেও, দিন শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৭৪। যেখানে অপরাজিত আছেন কেএল রাহুল (৮৭*) ও শুভমন গিল (৭৮*)।

দিনের শুরুটা ভারতীয় শিবিরের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। দু’জনেই শূন্যরানে আউট হন। ইংলিশ পেসার ক্রিস ওকস দু’টি উইকেট তুলে নিয়ে ভারতকে একরকম হোঁচট খাইয়ে দেন।

এমন পরিস্থিতিতে ম্যাচ যেন ভারতের হাতছাড়া হবার দ্বারপ্রান্তে। লাঞ্চে স্কোর ছিল মাত্র ১/২। সমর্থকদের মনে তখন একটাই প্রশ্ন, ইনিংস হার কি আজই লেখা হয়ে গেল?

আরো পড়ুন:

ডাকেট-ক্রাউলির তাণ্ডবে ছায়ার মতো পিছিয়ে ভারত

আহত পন্তের লড়াকু ফিফটির পর ৩৫৮ রানে অলআউট ভারত

কিন্তু সেই আঁধারেই আলো জ্বালান রাহুল ও গিল। দুই সেশনের পুরো সময়টিতে প্রতিরোধের নিখুঁত নজির গড়েন তারা। ধৈর্য, আত্মবিশ্বাস আর টেকনিক্যাল ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের আটকে দেন কার্যত দেয়াল গড়ে।

গিল শুরু করেন কিছুটা আগ্রাসী ভঙ্গিতে। দুর্দান্ত কভার ড্রাইভ ও স্ট্রেট ড্রাইভে জমিয়ে খেলেন। ৪৬ রানে একবার জীবন পেয়ে অর্ধশতক পূর্ণ করেন ৭৭ বলে। অন্যদিকে রাহুল খেলেন যেন ব্যাট হাতে এক নিঃশব্দ বিপ্লব। ১৪১ বলে অর্ধশতক ছুঁয়ে যান এই অভিজ্ঞ ওপেনার। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভারতের স্কোরবোর্ডেও আসে স্বস্তি। দুই ব্যাটারের নিয়ন্ত্রিত আগ্রাসনেই ১০০ ও পরে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২ উইকেটেই ১৭৪ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত।

তার আগে অবশ্য চতুর্থ দিনের শুরুটা ইংল্যান্ডেরই ছিল। বেন স্টোকস ও লিয়াম ডসনের ব্যাটে সকালে তারা ছাড়িয়ে যায় ৫৫০ রান। এরপর বুমরার হাতে ডসন ফিরে গেলেও, নবম উইকেটে স্টোকস ও ব্রাইডন কার্স মাত্র ৯৮ বলে যোগ করেন ৯৫ রান। স্টোকস তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। তিন বছর পর টেস্টে শতরানের স্বাদ পেলেন তিনি। শেষ পর্যন্ত স্টোকস ১৪১ রানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন। কার্সও পঞ্চাশের কাছাকাছি এসে আউট হন। ইংল্যান্ডের ইনিংস থামে ৬৬৯ রানে।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রবীন্দ্র জাদেজা, চারটি উইকেট নেন তিনি।

দিন শেষে ভারতের ঘাড়ে এখনও ১৩৭ রানের বোঝা থাকলেও, রাহুল ও গিলের ব্যাটে যে প্রতিরোধ গড়ে উঠেছে তা নিঃসন্দেহে ভারতীয় ড্রেসিং রুমে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। পিচে বাউন্সের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তাদের নিঃশব্দ লড়াই আগামী দিনের জন্য আশার রেখা দেখাচ্ছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়ে ট্রাম্প কী ভাবছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, তিনি আপাতত এমন কোনো চুক্তির কথা ভাবছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন পরিকল্পনা নিয়েও ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেছেন। কারণ, এসব দেশ পরে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে দিতে পারে। বিষয়টি নিয়ে ট্রাম্পের ভাষ্য হলো, তিনি যুদ্ধকে আরও তীব্র করতে চান না।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের সবশেষ এ মন্তব্য থেকে বোঝা যায়, ইউক্রেনকে টমাহক দিতে তিনি এখনো অনিচ্ছুক।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছেন?

জবাবে ট্রাম্প বলেন, ‘না, আসলে তা নয়।’ তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে নিজের মত বদলাতে পারেন।

গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ধারণা নিয়ে আলোচনা হয়।

গত শুক্রবার মার্ক রুত্তে বলেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে আসছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনকে টমাহক দেওয়া হলে পরিণতি ভালো হবে না।

আরও পড়ুনটমাহক কত দূরে আঘাত হানতে পারে, রাডারে কেন ধরা পড়ে না২০ ঘণ্টা আগে

দ্য গার্ডিয়ান ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়।

ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ