খাগড়াছড়িতে অস্ত্র আইনে এক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

দণ্ডিত আসামি খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

আরো পড়ুন:

খুকৃবির সাবেক উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারুল হত্যা: ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‍্যাব-৭। ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কয়েক মাস হাজতবাসের পর জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আসামির উপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক। আসামি খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও প্রথম কোনো মামলার যুগান্তকারী রায় এটি। তাই এ রকম অন্যান্য অস্ত্র মামলায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সুশীল সমাজের লোকজন।

ঢাকা/রূপায়ন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আস ম বছর র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ