দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত
Published: 28th, July 2025 GMT
বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দিয়েছে অপর একটি ট্রাক। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মনির হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার হেলপার লায়ন মিয়া (২৫)।
সোমবার (২৮ জুলাই) ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। এসময় তিনি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন।”
তিনি আরো জানান, হেলপারকে আহত অবস্থায় ট্রাক থেকে বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫