বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স এর সঙ্গে অ্যানিমাল হাজবেন্ড্রির কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সড়ক ও ভেটেরিনারি অনুষদের করিডর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা বলেন, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।

আরো পড়ুন:

সাজিদের মৃত্যু নিয়ে ইবি প্রশাসনের প্রহসনের অভিযোগ

রাকসু: দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাবে যে নির্বাচন

তারা বলেন, আমাদের এ আন্দোলন কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং সেক্টর উন্নয়নের দাবিতে সম্মিলিত আহ্বান। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।

তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “রবিবার (২৭ জুলাই) আমরা শিক্ষকদের কাছে গিয়েছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু সমাধান মেলেনি। আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি। আশা করছি, তারা আমাদের যৌক্তিক দাবির পাশে থাকবেন। বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি চালু এখন সময়ের দাবি।”

আরেক শিক্ষার্থী বলেন, “শুরুর দিকে ভেটেরিনারি চিকিৎসা, আর হাজবেন্ড্রি প্রোডাকশন নিয়ে কাজ করত। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এ দুই বিভাগ একীভূত হয়ে কাজ করছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হলেও পটুয়াখালীতে বিভাগ চালুর সময় কিছু শিক্ষক আইনি হস্তক্ষেপ করেছিলেন। এখন আমাদের ন্যায্য দাবির প্রশ্নে দ্বিচারিতা কাম্য নয়।”

ঢাকা/লিখন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ