টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা
Published: 28th, July 2025 GMT
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাবে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করে ৮ উইকেটে ২৭৪ রান। রান তাড়ায় জিম্বাবুইয়ানরা ৪২.২ ওভারে অলআউট ১৮৩ রানে। আগের ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বাসীর আজ বাঁহাতি স্পিনে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুনতাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়৭ ঘণ্টা আগেটানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। গত পরশু দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছিলেন আজিজুলরা। ত্রিদেশীয় এই সিরিজে সব মিলিয়ে তিনবার একে-অন্যের মুখোমুখি হবে দলগুলো। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আজ ব্যাট করতে নেমে পাওয়ার-প্লের ১০ ওভারে ৭০ রান তোলে বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় পাওয়ার-প্লের প্রথম বলেই ৩৫ বলে ৩১ রান করা রিফাত বেগ আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। তাঁর সঙ্গী জাওয়াদ আবরার শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন। ৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় তাঁর ইনিংসটি থামে ৮২ রানে। দলকে ১৪৭ রানে রেখে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।
টসের সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে যুব দলের অধিনায়ক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।
এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”
এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ঢাকা/অমরেশ/এস