টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা
Published: 28th, July 2025 GMT
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাবে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করে ৮ উইকেটে ২৭৪ রান। রান তাড়ায় জিম্বাবুইয়ানরা ৪২.২ ওভারে অলআউট ১৮৩ রানে। আগের ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক সামিউন বাসীর আজ বাঁহাতি স্পিনে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুনতাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়৭ ঘণ্টা আগেটানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। গত পরশু দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছিলেন আজিজুলরা। ত্রিদেশীয় এই সিরিজে সব মিলিয়ে তিনবার একে-অন্যের মুখোমুখি হবে দলগুলো। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
আজ ব্যাট করতে নেমে পাওয়ার-প্লের ১০ ওভারে ৭০ রান তোলে বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় পাওয়ার-প্লের প্রথম বলেই ৩৫ বলে ৩১ রান করা রিফাত বেগ আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। তাঁর সঙ্গী জাওয়াদ আবরার শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন। ৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় তাঁর ইনিংসটি থামে ৮২ রানে। দলকে ১৪৭ রানে রেখে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।
টসের সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে যুব দলের অধিনায়ক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন