Risingbd:
2025-09-17@23:55:26 GMT

আববার ছুটছেন, উড়ছে বাংলাদেশ

Published: 29th, July 2025 GMT

আববার ছুটছেন, উড়ছে বাংলাদেশ

যুব ওয়ানডেতে বাংলাদেশের জয়ের ধারা অব‌্যাহত রয়েছে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম‌্যাচে বাংলাদেশ অনায়েস জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে বাংলাদেশ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। টানা দুই জয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। 

হারারেতে জিম্বাবুয়েকে ৯১ রানের বড় ব‌্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব‌্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৭৪ রান করে ৮ উইকেটে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ১৮৩ রানে। 

এ ম‌্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার জওয়াদ আবরার। ৬৩ বলে ৮২ রান করেন ১২ চার ও ১ ছক্কায়। এই সফরে তার ব‌্যাটে রানের ফোয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে টানা তিন ফিফটির পর ত্রিদেশীয় সিরিজে প্রথম ফিফটি তুলে নেন। মাঝে প্রথম ম‌্যাচে করেছিলেন ২০ রান। চার ফিফটি পেলেও কোনোটি সেঞ্চুরিতে রূপ দিতে না পারা হতাশার অবশ‌্য।   

আবরারের আরেকটি ফিফটি পাওয়ার দিনে আব্দুল্লাহও মাইলফলকের দেখা পেয়েছেন। ৬৪ বলে করেছেন ৫৬ রান। এছাড়া রিফাত বেগ ৩১, আজিজুল হাকিম ৩৪ রান করেন। শেষ দিকে দেবাশিষ দেবার ২৪ রানে বাংলাদেশ স্কোরবোর্ডে ভালো সংগ্রহ পায়। 

জিম্বাবুয়ের বোলারদের হয়ে ২টি করে উইকেট নেন টাটেন্ডা চিমিগুড়ো, সিমবারাসে ও ব্রেন্ডন সেনজেরে। 

লক্ষ‌্য তাড়ায় জিম্বাবুয়ের ওপেনার নাথানাইল হালবানগানা বাদে কেউই পারেননি ভালো কিছু করতে। ওপেনার ৭২ বলে ৮ চারে ৫৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ব্রেন্ডন সেনজেরে। বিশের ঘর ছুঁয়েছেন কিয়ান বিলনট ও ব্রেন্ডন ডিওয়ানি। 

বাংলাদেশের বোলিং ছিল আঁটসাঁট। সাইমুন বসির ৮.

২ ওভারে ১৪ রানে পেয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ