সেঞ্চুরির সব রেকর্ড কি ভেঙে দেবে ইংল্যান্ড–ভারত সিরিজ
Published: 29th, July 2025 GMT
পাঁচ ম্যাচের সিরিজ। চার ম্যাচ শেষেই সেঞ্চুরি হয়ে গেছে ১৮টি। ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড হয়ে গেছে এরই মধ্যে। আগের রেকর্ডটা ছিল ১৫ সেঞ্চুরির। ১৯৯০ সালে সেই সিরিজেও ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল ভারত। তবে সিরিজটি ছিল তিন ম্যাচের।
ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা তো হয়েই গেছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ভেঙে যেতে পারে বিশ্ব রেকর্ডই। ওভালে সিরিজ-নির্ধারণী শেষ টেস্টে আর ৪টি সেঞ্চুরি পেলেই তো নতুন বিশ্ব রেকর্ড দেখবে ক্রিকেট। টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি দেখেছে ১৯৫৫ সালে। অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই দল মিলে সেঞ্চুরি করেছিল ২১টি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ১২টি ও ওয়েস্ট ইন্ডিয়ানরা ৯টি সেঞ্চুরি করেছিলেন সেই সিরিজে।
সিরিজে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট। টেস্টে এক সিরিজে যা বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে এখনো। তবে এবার ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির পাশে বসার সুযোগ আছে শুবমান গিলের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার ম্যাচেই ৪টি সেঞ্চুরি করে ফেলেছেন ভারত অধিনায়ক। ওভালে গিল আরেকটি সেঞ্চুরি পেলেই ঘুচবে ওয়ালকটের ৭০ বছরের নিঃসঙ্গতা। আর গিল জোড়া সেঞ্চুরি পেয়ে গেলে যে ৭০ বছরের পুরোনো রেকর্ডটা খোয়াবেন ওয়ালকট, সেটি না বললেও চলত।
*শুরুতে স্বাগতিক দলের নাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র কর ড
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন