পাঁচ ম্যাচের জমজমাট টেস্ট সিরিজে এখন ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালের শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। এমন সময় বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিকেল টিম। ফলে, ভারতকে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে নামতে হবে তারকা পেসারকে ছাড়াই।

সিরিজ শুরুর আগেই পরিকল্পনা ছিল, পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি খেলবেন বুমরাহ। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে তিনি খেলেছেন। দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন। এবার গুরুত্বপূর্ণ শেষ ম্যাচেও তিনি থাকছেন না। যা ভারতীয় সমর্থকদের জন্য হতাশার খবর।

বুমরাহর পরিবর্তে দলে ঢুকতে পারেন পেসার আকাশ দীপ। যিনি চতুর্থ টেস্টে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। তবে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত কেবল কৌশলগত নয়, তা এসেছে পরিসংখ্যান বিশ্লেষণেও। ওল্ড ট্রাফোর্ড টেস্টে বুমরাহ ছিলেন নিজের ছায়া। ৩৩ ওভারে খরচ করেন ১১২ রান, যা তার টেস্ট ক্যারিয়ারে প্রথমবার কোনো ইনিংসে ১০০ রান পেরিয়েছে। তার গতির ধারও ছিল নিস্তেজ। ১৪০ কিমি/ঘণ্টা গতির বেশি বল করার হার লর্ডসে যেখানে ছিল ২২.

৩%, সেখানে ওল্ড ট্রাফোর্ডে কমে আসে মাত্র ০.৫%-এ!

আরো পড়ুন:

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

জাদেজা-সুন্দরের অবিচল লড়াইয়ে ভারতের স্বস্তির ড্র

তবে সিরিজে বুমরাহর অবদান অবহেলার নয়। এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতের অন্যতম সেরা পারফরমার তিনি। সমানসংখ্যক উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। কিন্তু এবার বুমরাহ না থাকায়, সিরিজে ১৩৯ ওভার বল করা সিরাজের উপর আরও বড় দায়িত্ব এসে পড়বে। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ