পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
Published: 30th, July 2025 GMT
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের দুই দিন পর বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের জুমপাড়া এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন এবং বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।
আরো পড়ুন:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শ্রীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই (সোমবার) সকালে পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় পানিতে ডুবে নিখোঁজ হন হরে কৃষ্ণ চন্দ্র দাস। স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
আজ বুধবার সকালে স্থানীয়রা জুমপাড়া এলাকার পিয়াইন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হরে কৃষ্ণ চন্দ্র দাসের মরদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন বলেন, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ নদ মরদ হ
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা/এনাম/রাজীব