আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি
Published: 30th, July 2025 GMT
আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি করেছে আইন মন্ত্রণালয়। এই বিধিমালা অনুযায়ী সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত নিয়োগের পদ্ধতি ও যোগ্যতা কী হবে, তা উল্লেখ করা হয়েছে। যেমন আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগের জন্য জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ জুডিশিয়াল সার্ভিসে কমপক্ষে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অতিরিক্ত সচিব পদে কর্মরত সার্ভিসের সদস্যদের মধ্য থেকে নিয়োগ বা বদলির মাধ্যমে সচিব করা হবে।
গত সোমবার এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের আইন ও বিচার বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করতে হবে। তবে এই বিধান সত্ত্বেও সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবের ২৫ শতাংশ পদে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বাইরের সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবদের মধ্যে থেকে নিয়োগ করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইন ও ব চ র ব ভ গ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত