আসামিদের ডিম ছুড়ে মারার ঘটনায় আটক ছাত্রদলের চার নেতা–কর্মী মুচলেকায় মুক্ত
Published: 31st, July 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতা–কর্মীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ডিম ছুড়ে মারার চেষ্টার সময় ছাত্রদলের চার নেতা–কর্মীকে আটক করেছিল পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় আদালত চত্বর থেকে আটকের পর মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় আসামিদের কারাগারে নেওয়ার সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমান কয়েকজন নেতা–কর্মীকে নিয়ে স্লোগান দিয়ে আসামিদের ওপর ডিম ও ঢিল ছুড়ে মারার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেতাউর রহমানসহ চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় ২০১৬ সালে শিবগঞ্জ উপজেলা যুবদলের মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের রেজাউল করিমকে অপহরণ করে হত্যার ঘটনার আট বছর পর রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের পাঁচজন ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতা–কর্মীর নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়।
মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর কর্মী আবুল কালাম আজাদ ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদসহ তিন আসামি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাঁদের তিনজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর সময় ওই ঘটনা ঘটে।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা প্রথম আলোকে বলেন, ঘটনাটি ছাত্রদলের ব্যানারে হয়নি। গুম হওয়া দুজন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানের ভাই। তিনি ব্যক্তিগত ক্ষোভ থেকে ছাত্রদলের কিছু কর্মীকে নিয়ে ঘটনাটি ঘটান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল র শ বগঞ জ র রহম ন কর ম ক র সময় আওয় ম
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//