কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) বদরখালীর ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
আরো পড়ুন:
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, সুহায়েতের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার দিকে বদরখালী বাজার থেকে কয়েকজনের সঙ্গে হেঁটে বাড়িতে ফিরছিলেন সুহায়েত। তারা আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ইজিবাইকে করে আসা ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অন্যরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়ে দ্রুত ইজিবাইক চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেছেন, হত্যাকাণ্ডটি পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য চকর য়
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন