শেষ বলে জিতে সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ
Published: 3rd, August 2025 GMT
ফ্লোরিডার মাঠে যেন জমে উঠেছিল, ‘কে আগে হারবে’ সেই প্রতিযোগিতা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ; দুই দলই এমন ভুলের পর ভুল করেছে, যেন জয় নয়, বরং হারটাই লক্ষ্য। তবে শেষ হাসি হেসেছে ক্যারিবীয়রা। নাটকীয় এই ম্যাচে শেষ বলে জয় তুলে সিরিজে সমতা ফিরিয়েছে তারা।
পাকিস্তানের দেওয়া ১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পেন্ডুলামে দুলেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। একসময় তো ৮ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া করে বসেছিল তারা। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, শাহিন আফ্রিদির নিখুঁত বোলিংয়ে প্রথম পাঁচ বলে মাত্র ৪ রান তুলতে পারে ক্যারিবীয়রা। শেষ বলে দরকার পড়ে ৩। তখন ব্যাট হাতে ছিলেন জেসন হোল্ডার। শাহিনের মিডল স্টাম্পে করা বলকে দারুণ টাইমিংয়ে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ শেষ করেন হোল্ডার।
এতেই ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। আর সিরিজে ফিরে ১-১ সমতা।
আরো পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের
জয়ের আগে অবশ্য দারুণ বেগ পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বিশেষ করে পাকিস্তানের স্পিন আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল ক্যারিবীয়রা। মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সাইম আইয়ুব— এই তিন স্পিনার মিলে ১২ ওভারে তুলে নেন ৬ উইকেট, দেন মাত্র ৫৩ রান। নওয়াজ একাই ১৪ রানে নেন ৩টি উইকেট।
৬.
এই ম্যাচে পাকিস্তানও ব্যাট হাতে ছিল বিপর্যস্ত। শুরুটা ভালো হলেও শেষ ৫ ওভারে তারা তুলতে পারে মাত্র ২৩ রান, তাও কোনা বাউন্ডারি ছাড়া! ইনিংস শেষে স্কোরবোর্ডে ১৩৩/৯। দলের হয়ে হাসান নওয়াজ করেন ২৩ বলে ৪০ রান। আর সালমান আগা করেন ৩৮ রান। কিন্তু বাকি ব্যাটাররা ছিলেন এক অঙ্কেই বন্দি।
ব্যাট হাতে ম্যাচ জেতানোর পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত জেসন হোল্ডার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এই ম্যাচেই তিনি টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের সর্বোচ্চ উইকেটশিকারী হন। তার ঝুলিতে রয়েছে ৮১ উইকেট।
এই জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ টানা ৬ ম্যাচের হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে। তিন ম্যাচের সিরিজে এখন দুই দলই সমতায় (১-১)। নির্ধারণী ম্যাচটি হবে আগামীকাল, যেখানে জয়ী দলই ঘরে তুলবে সিরিজ শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৩৩/৯ (২০ ওভারে) হাসান নওয়াজ ৪০, সালমান আগা ৩৮; হোল্ডার ৪/১৯।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৫/৮ (২০ ওভারে) মোতি ৩০, হোল্ডার ১৬*; নওয়াজ ৩/১৪।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জেসন হোল্ডার।
সিরিজ: ১-১ সমতা।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ ক র ক ট নওয় জ উইক ট
এছাড়াও পড়ুন:
ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়ে ট্রাম্প কী ভাবছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, তিনি আপাতত এমন কোনো চুক্তির কথা ভাবছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন পরিকল্পনা নিয়েও ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেছেন। কারণ, এসব দেশ পরে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে দিতে পারে। বিষয়টি নিয়ে ট্রাম্পের ভাষ্য হলো, তিনি যুদ্ধকে আরও তীব্র করতে চান না।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের সবশেষ এ মন্তব্য থেকে বোঝা যায়, ইউক্রেনকে টমাহক দিতে তিনি এখনো অনিচ্ছুক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি বিবেচনা করছেন?
জবাবে ট্রাম্প বলেন, ‘না, আসলে তা নয়।’ তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে নিজের মত বদলাতে পারেন।
গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ধারণা নিয়ে আলোচনা হয়।
গত শুক্রবার মার্ক রুত্তে বলেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে আসছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনকে টমাহক দেওয়া হলে পরিণতি ভালো হবে না।
আরও পড়ুনটমাহক কত দূরে আঘাত হানতে পারে, রাডারে কেন ধরা পড়ে না২০ ঘণ্টা আগেদ্য গার্ডিয়ান ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়।
ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে