পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে লটারি পদ্ধতিতে ডিলার বাছাই করা হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে লটারি পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। 

উপজেলা খাদ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি জাকির হোসেন। তিনি ডিলার পদে আবেদন করা যোগ্য প্রার্থীদের মধ্যে উন্মুক্ত লটারি করেন এবং নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।

উপজেলার ১০ ইউনিয়নের মোট ২৬টি পয়েন্টের বিপরীতে ডিলার পদে ১৭১ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ভুলত্রুটির কারণে ১৯টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ১৫২ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারি হয় এবং ২৬ জন ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি পয়েন্টের জন্য একজন করে মোট ২৬ জনকে নিয়োগ দেয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের সুযোগ থাকে না। মূলত নিরপেক্ষতার জন্য এই লটারির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী প্রার্থীরাও লটারির স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন।
নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই সরকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানান তিনি। 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

বাকেরগঞ্জে পৌর আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩ 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার ও নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক। মোখলেছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।

আরো পড়ুন:

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার 

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। সেখানে আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে।ওই ঘটনায় গত বছরের ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

চলতি বছরের ১৪ জুন (শনিবার) নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মানিককে গ্রেপ্তার করে পুলিশ।  

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ