চেজ স্টেডিয়ামে লিগস কাপের ম্যাচ। প্রতিপক্ষ নেকাক্সা। মাত্র ১১ মিনিট পেরিয়েছে। হঠাৎই চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন লিওনেল মেসি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়ে উঠে যান মাঠ ছেড়ে। ঘটনাটা বাংলাদেশ সময় আজ ভোরের। নেকাক্সার সঙ্গে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি।

লিগস কাপের গ্রুপ পর্বে ইন্টার মায়ামির এটা ছিল দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বসেছে তারা। ৩১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের লিগস কাপ। তবে সেই ফাইনাল পর্যন্ত ইন্টার মায়ামি যেতে পারুক আর না পারুক, মেসিকে বাকি টুর্নামেন্টে আর পাওয়া যাবে না বলেই শঙ্কা।

চোটে পড়ার আগ মুহূর্তে মেসি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় পৃথক ঘটনায় নিহত ২

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে ও মাটির দেয়াল ধসে ২ জন নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) উপজেলার পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত তাছিম উদ্দিনের ছেলে বুলু মিয়া ও রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত বক্কর সিদ্দিকীর ছেলে কিবরিয়া।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম বলেন, ‘‘গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে ছিলেন বুলু মিয়া। রবিবার ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

আরো পড়ুন:

শ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: ভিসেরা রিপোর্ট

বজ্রপাতে ১১টি মহিষের মৃত্যু, ভাসিয়ে দেওয়া হলো নদীতে

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, ‘‘অতিরিক্ত বৃষ্টিপাতে মাটির বাড়ির দেয়াল নরম হয়ে যায়। রবিবার সকালে দেয়াল ধসে পড়ে ঘুমন্ত কিবরিয়ার ওপর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ