বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল‌্যান্ডস। আগস্টেই তিন টি-টোয়েন্টি খেলতে ডাচরা বাংলাদেশ সফর করবে। তিন ম‌্যাচের এই সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯, ২২ ও ২৫ আগস্ট ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচি ও ভেন্যু পাঠিয়েছে নেদারল‌্যান্ডসকে। তারাও মৌখিকভাবে সাড়া দিয়েছে। দ্বিপক্ষীয় এই সিরিজের চুক্তি সইয়ের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। তবে সমঝোতা চুক্তি সই না হওয়াতে এখনই কিছু বলতে চান না ক্রিকেট বোর্ডের পরিচালক ও পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিম। 

মুঠোফোনে রাইজিংবিডিকে বলেছেন, ‘‘আমরা ওইভাবেই আমাদের পরিকল্পনা পাঠিয়েছি। তারা দেখে সম্মত হয়েছে। এখন সমঝোতা চুক্তি হলেই আমরা তারিখ ও ভেন্যু ঘোষণা করবো।’’ 

আরো পড়ুন:

পুলের ক্রিকেটার নিয়ে সারা বছর বাংলা টাইগার্স ক্যাম্প

এক ওভারে ৪৫ রান, ইতিহাস গড়লেন আফগান ব্যাটসম্যান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে বিসিবি আন্তর্জাতিক সিরিজ খেলতে চাচ্ছিল। সেই পরিকল্পনা থেকে নেদারল‌্যান্ডসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়। সিলেটের ভেন্যু নিয়ে নাজমুল আবেদীনের ব‌্যাখ‌্যা, ‘‘যেভাবে আমরা প্রস্তুত হতে চাচ্ছি, সেভাবে মিরপুরে সম্ভব না। সিলেটের উইকেট স্পোর্টিং। প্রস্তুতিটাও ভালো হবে আশা করি।’’

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে। 

ঢাকা/ইয়াসিন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত

এছাড়াও পড়ুন:

খেলাফত মজলিসের দেশব্যাপী "বিজয় র‌্যালি’ ৫ আগস্ট

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী "বিজয় র‌্যালি’ কর্মসূচি পালন কর‌বে বাংলাদেশ খেলাফত মজলিস।

রবিবার (৩ আগস্ট) দ‌লের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ‘বিজয় র‌্যালি’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় ভয়াবহ গণ-অভ্যুত্থানে। লাখো ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং গণভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করে। এই মিছিল ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব। একপর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।

তি‌নি ব‌লেন, এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে নতুন গতি দিয়েছে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক যুগান্তকারী মাইলফলকে পরিণত হয়েছে। এই বিপ্লবের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনসমূহ ইতিমধ্যে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ পালিত হবে।

বিবৃতিতে তিনি, বাংলাদেশ খেলাফত মজলিসের সব মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই র‌্যালি পালন করার আহ্বান জানান।

তিনি দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম-উলামা, ছাত্র, যুবক ও সমাজ সচেতন নাগরিকদের বিজয় র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণেরও আহ্বান জানান।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ