প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
Published: 4th, August 2025 GMT
সারা দেশে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে প্রকাশ করেছে। বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর মাসে। এ বছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ স্বাক্ষরিত এটি প্রকাশিত হয়েছে।
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো—
১.
বিষয়: বাংলা—
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন—১+১+৮=১০
২. শব্দার্থ লিখন (৫টি)—১x৫=৫
৩. বাক্য গঠন (৫টি) )—১x৫=৫
৪. শূন্যস্থান পূরণকরণ (৫টি)—১x৫=৫
৫. বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখন (৫টি)—১x৫=৫
৬. বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৫টি) —১x৫=৫
৭. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি) —২x৪=৮
৮. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি) —৫x৩=১৫
৯. কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন—৫x১=৫
১০. ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ ক্রিয়ার কাল (৫টি) —১x৫=৫
১১. অনুচ্ছেদ (পাঠ্যবই/সমমানের) পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ/ প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ (৫টি) —১x৫=৫
১২. যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন (৫টি) —১x৫=৫
১৩. এককথায় প্রকাশ (৫টি) —১x৫=৫
১৪. ফরম পূরণকরণ/আবেদনপত্র লেখন—১x৫=৫
১৫. রচনা লেখন (সূত্রসহ/উন্মুক্ত) —১২x১=১২
# জেনে রাখো: প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫২.
* বিষয়: ইংরেজি
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
# Read the text/dialogue and answer the questions 1, 2 and 3. This text/dialogue will be given from the textbook, 'English for Today,' of Class V.
1. Match the given words to their meanings—1x5=5
2. Make meaningful sentence with the given words —1x5=5
3. Answer the following questions in sentence (s). 6 short constructed response questions will be given, and students will have to answer all of them. — 3x6=18
# Read the text/dialogue and answer the question 4, 5 and 6. Then text/dialogue will not be given from the textbook, 'English for Today,' of Class V.
4. Fill in the blanks with the appropriate word from the box — 1x5=5
5. Multiple Choice Questions—1x5=5
6. Answer the following questions in sentence (s). 5 short constructed response questions will be given, and students will have to answer all of them.— 3x5=15
7. Make WH questions from the given statements. Students will make questions underlined word (s).— 1x6=6
8. Rearrange the given words in the correct order to make meaningful sentence/ Rearrange the given sentences in the correct order to make a meaningful text/story.—1x6=6
9. Rewrite the sentences using capitalization and punctuation marks. —0.5x10=5
10. Fill up the Form/ Fill in the blanks (using information related to days, months, cardinal and ordinal numbers, or words for figures). — 1x5=5
11. Complete the sentences/text using the correct form of verbs. —1x5=5
12. Write a simple personal letter (clues will be given). —10
13. Write a short composition (free writing or by answering a set of questions.) —10
# জেনে রাখো: No alternative for any question item (s).
আরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা২২ ঘণ্টা আগে৩.
বিষয়: গণিত
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১.বহুনির্বাচনি প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে ১০টির উত্তর দিতে হবে) —১x১০=১০
২. শূন্যস্থান পূরণ (১০টি থাকবে ১০টির উত্তর দিতে হবে)—১x১০=১০
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৬টি প্রশ্নের মধ্যে ১৬ টির প্রশ্নের উত্তর দিতে হবে)—১x১৬=১৬
# ৪-১১ নম্বর প্রশ্নের প্রতিটির মান সমান—৮x৮=৬৪
৪. চার প্রক্রিয়া–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
৫.লসাগু ও গসাগু–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
৬.সাধারণ ভগ্নাংশ/দশমিক ভগ্নাংশ–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
৭. গড়–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
৮. শতকরা–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
৯. পরিমাপ/সময়/(আয়ত/সামান্তরিক/ত্রিভুজ)-এর ক্ষেত্রফল পরিমাপ–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে) So.
১০. জ্যামিতি–সম্পর্কিত: নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে) Ss.
১১. উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে ১টির উত্তর দিতে হবে)
# মোট নম্বর =১০০।
আরও পড়ুনবৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে০২ আগস্ট ২০২৫৪.
বিষয়: প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ৫০+৫০= ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
#বিষয়: প্রাথমিক বিজ্ঞান—মান: ৫০
১.বহুনির্বাচনি প্রশ্ন-৫ টি (সব কটির উত্তর দিতে হবে) —১x৫=৫
শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ -৫টি (সব কটির উত্তর দিতে হবে)—১x৫=৫
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন- ৮ টি (সব কটির উত্তর দিতে হবে)—২x৮=১৬
বিস্তৃত উত্তর প্রশ্ন-৪টি (সব কটির উত্তর দিতে হবে)—৬x৪=২৪
#বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় —মান: ৫০
১. বহুনির্বাচনি প্রশ্ন-৫ টি (সব কটির উত্তর দিতে হবে) —১x৫=৫
২. শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ -৫টি (সব কটির উত্তর দিতে হবে) —১x৫=৫
৩.সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন-৮টি (সব কটির উত্তর দিতে হবে)—২x৮=১৬
৪. বিস্তৃত উত্তর প্রশ্ন-৪টি (সব কটির উত্তর দিতে হবে)—৬x৪=২৪
#জেনে রাখো: প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে।
আরও পড়ুনবিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ৩০ ম ন ট প রক শ ব ভ জন
এছাড়াও পড়ুন:
বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন সিরিজের টিভি
ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি বাজারে এনেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহারে ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
সম্প্রতি নতুন সিরিজের এই টিভির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর। আরও উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজীব দাশগুপ্ত, প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মাস্টার ট্রেইনার রায়হান গনি, ক্যাটাগরি ম্যানেজার (টিভি) পারভেজ খালেদ প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।
এতে বলা হয়, স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে আরও স্মার্ট করে তুলবে। এ ছাড়া এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এই সিরিজের টিভিতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কম হবে।
স্যামসাং আরও জানায়, ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এটির নাম দেওয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে থাকবে বিশ্বের বিখ্যাত তিন হাজারের বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। ২০২৫ সিরিজের টিভিগুলো স্যামসাং অনুমোদিত পার্টনার ট্রান্সকম ডিজিটাল, র্যাংগ্স ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিক্রয়কেন্দ্র পাওয়া যাবে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এ কারণে ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।’