শ্রীলঙ্কাকে হারানোর খুব কাছে গিয়েও জয়ের অমৃত স্বাদ থেকে বঞ্চিত হলো জিম্বাবুয়ে। সত‌্যিই বঞ্চিত-ই হলো। নাটকীয় ম‌্যাচের শেষটা এতোটা রঙিন হবে তা কেউ ভাবতেও পারেনি। 

হারারেতে দুই দলের প্রথম ওয়ানডের নিষ্পত্তি হয় নখ কামড়ানো মুহূর্ত উপহার দিয়ে। শ্রীলঙ্কার করা ২৯৮ রানের জবাব জিম্বাবুয়ে দিচ্ছিল সিকান্দার রাজার ব‌্যাটে। তার ৮৬ বলে ৯২ রানের ইনিংসে ভর করে ৪৯ ওভারে ৫ উইকেটে ২৮৯ রান তুলে নেয় স্বাগতিকরা। 

শেষ ৬ বলে দরকার ১০ রান। উইকেটে সিকান্দার রাজার সঙ্গে ৪২ রান করা টনি মুনইয়ঙ্গা। লঙ্কানরা জয়ের আশা ছেড়েই দিয়েছিল হয়তো। কিন্তু সব হিসেব পাল্টে দিলেন মাদুশঙ্কা। বাঁহাতি পেসার শেষ ওভারের প্রথম তিন বলে তুলে নেন তিন উইকেট। 

নায়কের ভূমিকায় থাকা সিকান্দার রাজাকে দিয়ে শুরু। এরপর ইভান্স ও এনগাভারার উইকেট নিয়ে জিম্বাবুয়ের লোয়ার মিডল অর্ডার নাড়িয়ে দেন। শেষ ৩ বলে দরকার ১০ রান। ২ রানের বেশি নিতে পারেনি স্বাগতিকরা। ৭ রানের অতিমানবীয় জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

হ‌্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে এই জয়ের নায়ক মাদুশঙ্কা। দুই ম‌্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব‌্যবধানে। রাজা ৮ চারে ৯২ রান করে সাজঘরে ফেরেন। এর আগে বেন কারান ৭০, শন উইলিয়ামস ৫৭ রান করেন। টনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৩ রানে। মাদুশঙ্কা ৬২ রানে নেন ৪ উইকেট। ৫০ রানে ৩ উইকেট পেয়েছেন আশিথা ফার্নান্দো। 

এর আগে জিম্বাবুয়ের আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৯৮ রানের স্কোর পায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করে পাথুম নিশাঙ্কা। ৭০ রানে অপরাজিত থাকেন জানিথ লিয়ানাগে। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ব‌্যাটে ঝড় উঠে। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। জিম্বাবুয়ের সেরা বোলার এনগাভারা ৩৪ রানে ২ উইকেট নেন। 

বড় লক্ষ‌্যেও জিম্বাবুয়ে দারুণ জবাব দিচ্ছিল। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে ছিল। এক পর্যায়ে এগিয়েও গিয়েছিল। কিন্তু মাদুশঙ্কার হ‌্যাটট্রিকে শেষ হাসিটা হাসতে পারেনি তারা। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ