গবেষণা দল গঠন করবে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট
Published: 31st, August 2025 GMT
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি) একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় সেমিনারেরও আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটসের (অদির) সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যগুলো হলো: প্রারম্ভিক শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা, গবেষণাভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করা, অন্তর্ভুক্তি, নৈতিক শিক্ষা ও শিক্ষণ উদ্ভাবনে জোর দেওয়া এবং আর্থিক অসুবিধায় থাকা শিক্ষকবৃন্দকে গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রদান।
বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটের আহ্বায়ক শাকিল আজাদ মনন বলেন, “এসব লক্ষ্যকে সামনে রেখে একটি জাতীয় সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে তেজগাঁওয়ের সারাদিনব্যাপী যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে এই আয়োজন অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক ও আইটি বিশেষজ্ঞ কামরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে গিভিংটুইসডে বাংলাদেশ।
এই জাতীয় সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীরা যেসব সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে- বেরি'র জাতীয় গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং জাতীয় শিক্ষা সংস্কারে সরাসরি অবদান রাখার সুযোগ।
এতে অংশগ্রহণ করতে পারবেন প্রাক-প্রাথমিক, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের কর্মরত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা গবেষণায় আগ্রহী ব্যক্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কাজ করা পেশাজীবী এবং বেরি'র সদস্যপদ গ্রহণে ইচ্ছুক বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানরা।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন লিংক: https://beeri25.
ঢাকা/হাসান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ
ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।
মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।
বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ
মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্স কাঠামো ও সার্টিফিকেট
মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।
এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই