বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০
Published: 3rd, September 2025 GMT
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা (৫৫) নামে এক নারী মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই রোগে ৪০ জন আক্রান্ত হয়েছেন।
মারা যাওয়া ফাতেমা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা ছিলেন।
আরো পড়ুন:
ঝিনাইদহে ডোবার পানিতে শিশুর মৃত্যু
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালকের মৃত্যু
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ২৭ জন, বেতাগী উপজেলার একজন, বামনা উপজেলার তিনজন এবং পাথরঘাটা উপজেলার ৯ জন রয়েছেন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৯ জন, আমতলী উপজেলায় তিনজন, বামনা উপজেলায় ১৭ জন, পাথরঘাটায় ২১ জন এবং বেতাগী উপজেলায় পাঁচজন এবং তালতলী উপজেলায় তিনজন চিকিৎসাধীন।
বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ১০৮ জন, আমতলী উপজেলায় ৭৭ জন, বেতাগী উপজেলায় ১১৪ জন, বামনা উপজেলায় ২৫৯ জন, পাথরঘাটা উপজেলায় ৪৭২ জন এবং তালতলী উপজেলায় ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৭ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, তিনজনের বাড়ি বেতাগী উপজেলায়, তিনজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং একজনের বাড়ি বামনা উপজেলায় এবং একজনের বাড়ি আমতলী উপজেলায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “জেলার উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদর উপজ ল জন র ব ড উপজ ল র প থরঘ ট উপজ ল য র উপজ ল বরগ ন ত নজন
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত