Risingbd:
2025-09-18@13:02:17 GMT

বড় জয়ে শুরু ভারতের

Published: 10th, September 2025 GMT

বড় জয়ে শুরু ভারতের

এশিয়া কাপের এবারের আসর বড় জয় দিয়ে শুরু করলো ভারত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৯ উইকেটে।

আমিরাত টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আরো পড়ুন:

বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরি

মৃতদেহ সৎকার করেন যে নারী

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তার চার-ছক্কার ফুলঝুরিতে ৩.

৪ ওভারেই ভারত তোলে ৪৮ রান। এসময় তিনি ১৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩০ রান করে জুনাইদ সিদ্দিকীর বলে আউট হন।

এরপর শুভমান গিলের ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা অপরাজিত ২০ ও সূর্যকুমার যাদবের ১ ছক্কায় করা অপরাজিত ৭ রানের ইনিংসে ৪.৩ ওভারে ৬০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব স স আই

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ