ওমানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল পাকিস্তান
Published: 12th, September 2025 GMT
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ হারিসের ঝড়ো ফিফটির পরও তারা বড় সংগ্রহ পায়নি। ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৬০ রান। জিততে ওমানকে করতে হবে ১৬১ রান।
ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ রানেই সাইম আইয়ুবের উইকেট হারায়। গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। সেখান থেকে শাহিবজাদা ফারহান ও হারিস ৮৫ রানের জুটি গড়ে বড় সংগ্রহের সম্ভাবনা জাগান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা বড় সংগ্রহ পায়নি।
আরো পড়ুন:
টিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গে
লিটন-হৃদয়ের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের
হারিস ৪৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় করেন ৬৬ রান। ফারহান ২৯ বলে ১ চারে করেন ২৯ রান। ফখর জামান ১৬ বলে ২ চারে করেন অপরাজিত ২৩ রান। আর মোহাম্মদ নওয়াজ ১০ বলে ৪টি চারে করেন ১৯ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে ওমানের শাহ ফয়সাল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি ও আমির কালিম ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট নেন মোহাম্মদ নাদিম।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।