বায়তুল মোকাররম ও আশপাশে সতর্ক অবস্থানে পুলিশ
Published: 18th, September 2025 GMT
বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী বলেন, “যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত।”
পুলিশ জানায়, সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এবং এর আশপাশের এলাকা পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর এবং কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিভিন্ন স্থানে জলকামান, রায়ট ভেহিকেল এবং প্রিজন ভ্যান নিয়ে প্রস্তুত রয়েছে।
এছাড়া, সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং মসজিদের প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।