স্ত্রী জন্মগতভাবে পুরুষ ছিলেন না প্রমাণে আদালতে প্রমাণ হাজির করবেন ফরাসি প্রেসিডেন্ট
Published: 18th, September 2025 GMT
ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট জন্মগতভাবে পুরুষ ছিলেন না তার পক্ষে মার্কিন আদালতে বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপনের পরিকল্পনা করছেন ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। একটি মানহানির মামলায় তাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ম্যাক্রোঁ ও ব্রিজিট দম্পতি জুলাই মাসে ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ওয়েন্স তার মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইল বাড়াতে, আরো দর্শক পেতে এবং অর্থ উপার্জনের জন্য ম্যাক্রোঁ ও ব্রিজিটের বিরুদ্ধে ক্রমাগত মানহানিকর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
ওয়েন্স গত বছর জানিয়েছিলেন, তিনি ‘(তার)’ পুরো পেশাদার খ্যাতির ঝুঁকি নিয়ে বলছেন, ‘ব্রিজিট ম্যাক্রোঁ আসলে একজন পুরুষ’ যার নাম জিন-মিশেল ট্রোগনেক্স। এরপর থেকে ওয়েন্স আটটি পর্বের পডকাস্ট সিরিজে এই দাবির পক্ষে নানা ধরনের কথা বলেছেন।
ম্যাক্রোঁদের আইনজীবী ক্লেয়ার লক বিবিসিকে জানিয়েছেন, ব্রিজিট ম্যাক্রোঁ দাবিগুলোকে ‘অবিশ্বাস্যভাবে বিরক্তিকর’ বলে মনে করেছেন এবং এগুলো ফরাসি প্রেসিডেন্টের জন্য ‘বিব্রতকর।’
ক্লেয়ার বলেছেন, “বিশেষজ্ঞদের সাক্ষ্য জৈব বৈজ্ঞানিক প্রকৃতির হবে।”
তবে তিনি সাক্ষ্যের প্রকৃতি প্রকাশ করেননি। ক্লেয়ার জানিয়েছেন, ম্যাক্রোঁ দম্পতি ‘সাধারণভাবে এবং সুনির্দিষ্টভাবে সম্পূর্ণরূপে প্রমাণ করতে প্রস্তুত যে দাবিগুলো অসত্য।
তিনি বলেন, “এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য তার নিজেকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কিন্তু প্রচারকৃত বিষয়টি ভুল তা প্রমাণ করার জন্য যা করা দরকার তা করার জন্য তিনি দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ।”
অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মধ্যে ব্রিজিটের গর্ভবতীর সময়কালের এবং তার সন্তানদের লালন-পালনের ছবি উপস্থাপন করা হবে বলে জানান এই আইনজীবী।
ম্যাক্রোঁদের মামলায় বলা হয়েছে,ট্রোগনেক্স হলেন ব্রিজিটের বড় ভাই এবং তিনি উত্তর ফ্রান্সের আমিয়েন্সে থাকেন। সেখানে তিনি ব্রিজিট এবং আরো চার ভাইবোনের সাথে বেড়ে ওঠেন। ৭২ বছর বয়সী ব্রিজিট ম্যাক্রোঁ তার স্বামীর চেয়ে ২৪ বছরের বড়। তার সাবেক স্বামীর সংসারে তিনটি সন্তান রয়েছে, যাদের জন্ম ১৯৭৫, ১৯৭৭ ও ১৯৮৪ সালে এবং সাতটি নাতি-নাতনি রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এড. আরজুদা বেগম সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক সভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ আইনজীবীরা প্রয়াত এড. আরজুদা বেগম সোমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
পরে এড. আরজুদা বেগম সোমাসহ প্রয়াত সকল আইনজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং সকল আইনজীবীদের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. নবী হোসেন, এড. জয়নাল আবেদীন, এড.বোরহান উদ্দিন সরকার, এড. মশিউর রহমান শাহিন, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. রাকিবুল ইসলাম শিমুল, এড. আজিজুল হক হান্টু, এড. শামসুল আরেফীন টুটুল, এড. সালাউদ্দিন সবুজ, এড. কামরুজ্জামান রতন, এড. কায়সার আলম টুটুল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান, এড.আফরোজা জাহানসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।