বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৮
Published: 9th, October 2025 GMT
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত নারী পলাতক আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত চন্দ্র ধরের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তারেক চন্দ্র ধর (৫২) ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মাহাবুব হাসান ওরফে বাবু (২৬) ।
লাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার মুন্না মিয়ার স্ত্রী ফারজানা আক্তার লাবুনী (৩৮) সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত মুন্না (৫০) একই এলাকার টুকু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৫)।
বন্দর উইলসনরোড রেলী আবাসিক এলাকার হাসিবুল ইসলামের ছেলে শান্ত (২৮) উত্তর সাবদী এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সেলিম(৪০) ও একই এলাকার নুর আলম ওরফে নূর হোসেন মিয়ার ছেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১৭(২)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর (২০)।
ধৃতদের উল্লেখিত ওয়ারেন্টে বুধবার (৯ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র
এছাড়াও পড়ুন:
দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয়
টপ ও মিডল অর্ডারে ব্যাটিং ধস হবে। এরপর একজন হাল ধরবেন, উদ্ধার করবেন দলকে। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ নিয়মিতই দেখছে এমন কিছু। বৃহস্পতিবার সর্বশেষ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তো দুই ইনিংসেই এমন ছবি। বিশাখাপট্টনমের সেই ম্যাচে ভারতের আট নম্বর ব্যাটার রিচা ঘোষের ৯৪ ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকার আট নম্বর নাদিন ডি ক্লার্কের ৮৪। ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে যে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার। ভারত পেয়েছে প্রথম হারের স্বাদ।
১০২ রানে ৬ উইকেট হারানোর পর ভারত অলআউট হওয়ার আগে ২৫১ রান করতে পেরেছিল রিচার ৭৭ বলের ৯৪ রানের ইনিংসে। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ৮১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর ওপেনার লরা ভলভার্ট (৭৭০ ও সাতে নামা ক্লোয়ি ট্রাইওন (৪৯) রানটাকে ১৪২-এ নিয়ে যান। ভলভার্টের বিদায়ে ডি ক্লার্ক নামেন ব্যাটিংয়ে। ট্রাইওন যখন ফেরেন ৪৫.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১১/৭।
ভারতের হয়ে আটে নেমে ৯৪ রান করেছেন রিচা ঘোষ