‘শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি মাইলফলক উদ্যোগ’
Published: 12th, October 2025 GMT
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ। এ সময় সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
রবিবার (১২ অক্টোবর) ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিকাদানের যে ক্যাম্পেইন এত বছর পর আমরা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের জন্য সুখবর।’’
তিনি জানান, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। ক্যাম্পেইনের মাধ্যমে টিকা পাবে প্রায় ৫ কোটি শিশু। জন্ম সনদ না থাকলেও শিশুরা এই টিকা দিতে পারবে।
দুই পর্যায়ে টিকা প্রদান
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু, এমনকি স্কুল বহির্ভূত শিশুদেরও ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। শহরের ভাসমান ও পথশিশুদের টিকাদানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
সরকারের লক্ষ্য, এই কর্মসূচির আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া। ইতোমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধনের পর টিকার সনদপত্র সরাসরি ডাউনলোড করা যাবে।
ঢাকা/এএএম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইন
এছাড়াও পড়ুন:
‘শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি মাইলফলক উদ্যোগ’
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ। এ সময় সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
রবিবার (১২ অক্টোবর) ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিকাদানের যে ক্যাম্পেইন এত বছর পর আমরা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের জন্য সুখবর।’’
তিনি জানান, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। ক্যাম্পেইনের মাধ্যমে টিকা পাবে প্রায় ৫ কোটি শিশু। জন্ম সনদ না থাকলেও শিশুরা এই টিকা দিতে পারবে।
দুই পর্যায়ে টিকা প্রদান
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু, এমনকি স্কুল বহির্ভূত শিশুদেরও ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। শহরের ভাসমান ও পথশিশুদের টিকাদানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
সরকারের লক্ষ্য, এই কর্মসূচির আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া। ইতোমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধনের পর টিকার সনদপত্র সরাসরি ডাউনলোড করা যাবে।
ঢাকা/এএএম/রাজীব