রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে এই সংঘর্ষে শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। চার শিক্ষার্থী আহত হয়েছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.

শওকাত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিরো টলারেন্স নীতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত ও দোষীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও প্রক্টর ফেরদৌস রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জেন-জি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে মীমাংসা হলেও সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চকবাজার এলাকায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেন। এর জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে নয়টার পর দফায় দফায় স্লোগান দিতে দেখা যায় পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। একপর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের ঢুকে পড়লে সেখানে ভাঙচুর চালান পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এতে আহত হন অন্তত চার শিক্ষার্থী।

শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষার্থীকে বহিষ্কারের তথ্য জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকত আলী। গতকাল সোমবার রাতে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।

ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে এনসিপিকে জানাতে বলেছিল ইসি। তবে এনসিপি তাদের প্রতীক হিসেবে আবার শাপলা দাবি করেছে।

ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই।

সম্পর্কিত নিবন্ধ