শৈশবে স্কুলই ছিল আমাদের দুনিয়ার কেন্দ্র। পরীক্ষার নম্বর, হোমওয়ার্ক কিংবা ক্লাসের ছোটখাটো ঝামেলাও তখন মনে হতো ভয়ংকর গুরুত্বপূর্ণ। চেনা বেঞ্চ, পরিচিত ঘণ্টার শব্দ কিংবা খেলাধুলার আড্ডার মধ্যেই হঠাৎ হঠাৎ উঁকি দিত নতুন সব নাটকীয়তা। আদনান মুকিতের লেখা প্রথম কিশোর উপন্যাস—দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি সেই অভিজ্ঞতাগুলোই ফিরিয়ে আনে, মনে করিয়ে দেয় কিশোর বয়সের প্রতিটি দিন আসলে কতটা ঘটনাবহুল হয়ে উঠতে পারে।
এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইভান—দশম শ্রেণির ছাত্র। বন্ধুদের সঙ্গে আড্ডা, খেলাধুলা, গান শোনা কিংবা অবসরে বই পড়া—এভাবেই কাটে তার দিন। আবার পথের কুকুর–বিড়ালের প্রতি মমতা কিংবা বন্ধুদের পাশে দাঁড়ানোও তার নিত্য অভ্যাস। বাবা থাকেন দেশের বাইরে, মা আর নেই, তাই ইভান থাকে ফুফা–ফুফুর কাছে। এসব শূন্যতা সত্ত্বেও সে গড়ে তোলে নিজের মতো এক জগৎ। কিন্তু একদিন সকালে স্কুলে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনায় মুহূর্তেই ভেঙে পড়ে সেই দুনিয়া—সহপাঠীদের সামনে ইভানের ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি ছুরি! কেউ তাকে ফাঁসাতে চাইছে, কিন্তু কেন? এখান থেকেই শুরু হয় তার অভিযান, যেখানে যোগ দেয় বিচিত্র সহপাঠী রুশা ও প্রাণের বন্ধু রাহাতসহ অনেকে। প্রতিটি অধ্যায়েই গল্প বাঁক নেয় নতুন নতুন রহস্যে।
এই উপন্যাসের বড় শক্তি হলো সমসাময়িক কিশোরজীবনের বাস্তব চিত্রণ। শ্রেণিকক্ষের ঘটনা, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক, আড্ডা, এমনকি ফোন–সোশ্যাল মিডিয়ার ব্যবহার—সবকিছুই ধরা দিয়েছে পরিচিত অথচ নতুন এক আঙ্গিকে। সমাজের কিছু অপ্রিয় বাস্তবতার ইঙ্গিতও পাওয়া যায় বইতে। পাশাপাশি লেখক তুলে এনেছেন কিশোর বয়সের মানসিক টানাপোড়েনও। পারিবারিক সম্পর্কের উষ্ণতা যেমন দেখানো হয়েছে, তেমনি বাবার সঙ্গে দূরত্ব তৈরি করা শীতল কথোপকথনও আমরা খুঁজে পাই বইতে। কিশোর বয়সের আবেগ আর মানসিক জটিলতার সূক্ষ্ম চিত্রণ বইটিকে করেছে আরও গভীর।
ইভানের চরিত্রে সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে তার দয়া আর সহমর্মিতা। এলাকার অসহায় কুকুর–বিড়ালদের যত্ন নেওয়া, বন্ধুদের পাশে দাঁড়ানো, এমনকি যে তাকে ক্ষতি করতে চাইছে, তার প্রতিও সহানুভূতি দেখানো—ইভান যেন হয়ে ওঠে তরুণ প্রজন্মের ইতিবাচকতার প্রতীক। উপন্যাসজুড়েই প্রাণীদের প্রতি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিপদে পড়া প্রাণীদের উদ্ধার, তাদের নিয়ে উদ্বেগ—পাঠকের মন ছুঁয়ে যাবে।
লেখক আদনানের লেখালেখির মূল শক্তির জায়গা তাঁর রম্য। এই বইতে সেই হাস্যরস পুরোপুরিভাবেই পাঠক খুঁজে পাবেন। তাঁর ঝরঝরে অথচ টান টান গদ্য পাঠককে সহজেই টেনে নেয় গল্পের ভেতরে। সংলাপগুলো একেবারেই বাস্তব কিশোরদের কথাবার্তার মতো—যা গল্পকে করেছে স্বাভাবিক ও প্রাণবন্ত। প্রতিটি অধ্যায়ে ছোট ছোট রহস্য, ক্লিফহ্যাঙ্গার আর চমক কিশোরদের পড়ার আনন্দকে দ্বিগুণ করবে। লেখক এই প্রজন্মের নাড়ির স্পন্দন বুঝেছেন; বরং অনেক প্রবীণ লেখকের মতো ‘আজকের ছেলেমেয়েরা কিছু বোঝে না’ ভাবেননি। তিনি দেখিয়েছেন, জেনারেশন জেড আসলে কতটা জানে, কতটা পরিপক্ব চিন্তাভাবনা করতে পারে। এ কারণেই তাঁর লেখা একদিকে যেমন মজাদার ও গতিময়, অন্যদিকে আবার আমাদের ছোটবেলার পড়া কিশোর উপন্যাসগুলোর মতোই একটা পরিচিত ক্ল্যাসিক আবহ তৈরি করে।
আমাদের দেশে বড় লেখকেরা সচরাচর কিশোরদের জন্য লিখতে আগ্রহী হন না, ফলে দীর্ঘদিন ধরে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গায় এই বই নিঃসন্দেহে কিশোর পাঠকের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। এটি মিশ্র ঘরানার কিশোর উপন্যাস—এখানে যেমন আছে কিশোরদের সহজ–সরল দৈনন্দিন জীবন, তেমনি গোয়েন্দাগিরির আভাস, নানা রোমাঞ্চকর অভিযান, মনস্তত্ত্বের টানাপোড়েন, সামান্য ফ্যান্টাসির ছোঁয়া আর থ্রিলারের উত্তেজনা। এই বৈচিত্র্যই বইটিকে আলাদা মাত্রা দিয়েছে। কিশোর উপন্যাস হলেও এটি কেবল কিশোরদের অভিযান নয়, বরং আমাদের চারপাশের বাস্তবতার প্রতিফলনও বটে। যেসব ছেলেমেয়েকে আমরা ঠাট্টা করে ‘ফার্মের মুরগি’ বলে ডাকি, তারাই আসলে কতটা সক্ষম, কতটা বড় কিছু করতে পারে—উপন্যাসটি যেন সেটির একটি ঘোষণাপত্র। উপন্যাসটি যেমন কিশোরদের জন্য রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, তেমনি প্রাপ্তবয়স্ক পাঠকের কাছেও এটি হয়ে উঠতে পারে নতুন করে ভাবার উপলক্ষ।
দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি
আদনান মুকিত
প্রকাশক : প্রথমা প্রকাশন
প্রকাশ : জানুয়ারি ২০২৫
প্রচ্ছদ : আরাফাত করিম
পৃষ্ঠা : ১৬০
মূল্য : ৪২৫ টাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক শ র উপন য স আম দ র
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা লোকমান হোসেনের মুক্তি দাবি
লোকমান হোসেন ফকিরের জামিনের আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এক বিবৃতিতে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে লোকমান হোসেন ফকিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আরো পড়ুন:
বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টা
বিএনপি জনগণের শক্তির উপর আস্থাশীল: ডা. জাহিদ
বিবৃতিতে নেতারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে দায়ের করা এসব নিবর্তনমূলক মিথ্যা মামলা এখনো প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে, অতি স্বল্প সময়ের মধ্যেই এসব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে এখনো রাজনৈতিক নেতাকর্মীদের এসব মামলায় জেলে যেতে হচ্ছে। এটা হতাশাজনক এবং দুঃখজনকও বটে।”
“আমরা অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা লোকমান হোসেন ফকির এবং সব নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই।”
শেখ হাসিনার শাসনামলে দায়ের করা মিথ্যা মামলায় আদালত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হোসেন ফকিরকে সাড়ে তিন বছরের সাজা দেওয়া হয়।
মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি