বরগুনা-তালতলী আঞ্চলিক সড়কের সদরের পাজরাভাঙা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার নেতাকর্মীরা। 

শনিবার (১৫ নভেম্বর) রাত আটটার দিকে ৫০ থেকে ৬০ জন ছাত্রলীগ নেতাকর্মী এই মশাল মিছিল করেন। 

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ বলে স্লোগান দেন তারা। মিছিলে শেখ হাসিনা ফিরবে বলেও স্লোগান দেন তারা।

মিছিল থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নেতৃত্বে মশাল মিছিল হয়েছে বলে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী বলেন, “মশাল মিছিলের একটি ভিডিও নজরে এসেছে। পুলিশ অভিযান চালাচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত কর ম বরগ ন

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কাভার্ডভ্যান

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি কাভার্ডভ্যান। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১২টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে আগুন দেয় তারা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “রাত ৮টার দিকে চালক কাভার্ডভ্যানটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যান। দুষ্কৃতকারীরা রাত ১২টার দিকে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।”

আরো পড়ুন:

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা

তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব করা হচ্ছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ