ভালোবেসে গোপনে আকলিমাকে (২২) বিয়ে করেন একই বাড়ির মো. হাসনাত (২১)। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই-বোন। কিন্তু, এ সময় কোনো কাবিননামা হয়নি তাদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যেই তাদের ঘরে জন্ম নেয় এক সন্তান। উভয় পরিরবারের বিরোধ শেষ পর্যন্ত আদালতে গড়ায়। আদালতের নির্দেশে স্বামী মো.

হাসনাতকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত কারাগারে আছেন তিনি।

পরে উভয় পরিবারের দ্বন্দ্ব মিটে যায়। গত ১৩ অক্টোবর (রবিবার) আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে এবং কাবিননামা সম্পন্ন হয়।

হাজীগঞ্জের দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত এবং একই বাড়ির মো. মাসুদের মেয়ে বাকপ্রতিবন্ধী আকলিমা। 

দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালেত মামলা করেন। এর দুই দিন পর ২৬ জুন হাসনাতকে কারাগারে পাঠান আদালত। 

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদেশে রবিবার দুপুরে চাঁদপুর জেলা কারাগারে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার ও জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে হাসনাত ও আকলিমার বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়। এ সময় বর ও কনের বাবা, উভয় পক্ষের নিকটাত্মীয়সহ স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজি উপস্থিত ছিলেন। বিয়ে ও কাবিননামায় স্বাক্ষরকালে বর ও কনেকে উৎফুল্ল দেখা যায় বলে তাদের স্বজনরা জানিয়েছেন। আকলিমার কোলে ছিল তার সন্তান।

বিয়েতে উপস্থিত বর এবং কনেপক্ষের স্বজনদেরকে কারা কর্তৃপক্ষের সৌজন্যে মিষ্টি দিয়ে আপ্যায়ন করানো হয় বলে জানিয়েছেন জেলার মো. জুবাইর। 

তিনি আরো জানান, বিয়ের পর দ্রুত বর মো. হাসনাতের জামিন ও মামলা নিষ্পত্তি হবে বলে আশা করছেন উভয় পরিবারের সদস্যরা।

ঢাকা/জয়/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ব নন ম পর ব র র আকল ম র হ সন ত

এছাড়াও পড়ুন:

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে আফগানিস্তান। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করেছে। জিততে বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান।

ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়েছিল আফগানদের। উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান তোলেন ৯৯ রান। এই রানে গুরবাজ ফিরেন ৫টি চার ও ১ ছক্কায় ৪২ রান করে।

আরো পড়ুন:

পেনাল্টি গোলে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

শেষ হলো বাকৃবিতে কৃষিতে বালাই ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ

সেখান থেকে ইব্রাহিম ও সেদিকুল্লাহ অটল গড়েন ৭৪ রানের জুটি। ১৭৩ রানের মাথায় অটল ফিরেন ৩ চারে ২৯ রান করে। এরপর অবশ্য দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় আফগানরা, নিয়মিত বিরতিতে। ১ উইকেটে ১৭৩ থেকে তাদের রান হয়ে যায় ৫ উইকেটে ১৮৮। অবশ্য একপ্রান্তে উইকেট পড়লেও অপর প্রান্ত আগলে খেলেন ইব্রাহিম। তিনি ১১১ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। 

এরপর আজমত উল্লাহ ওমরজাইর ২০ ও মোহাম্মদ নবীর ৩৭ বলে ৪টি চার ও ৫ ছক্কায় খেলা ৬২ রানের ঝড়ো ইনিংসে ভর করে আফগানিস্তান ২৯৩ রানের বড় সংগ্রহ পায়।

বল হাতে বাংলাদেশের সাইফ হাসান ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। তানভীর ইসলাম ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২টি উইকেট। আর ৬ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট নেন হাসান মাহমুদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ