‘ভবিষ্যৎ তারকা’ খুঁজে পেয়েছেন বাটলার
Published: 14th, October 2025 GMT
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে গত রাতে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে মেয়েরা। পুরো ম্যাচই চট্টগ্রাম থেকে দেখেছেন জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার। মেয়েরা জিততে না পারলেও খুশি বাটলার। কয়েকজনের পারফরম্যান্সে মুগ্ধ তিনি, খুঁজে পেয়েছেন ‘ভবিষ্যতের তারকা’ও।
এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামের কোরিয়া ইপিজেডে চলছে আফঈদা খন্দকার-মোসাম্মত সাগরিকাদের ক্যাম্প। সেখান থেকে মুঠোফোনে আজ প্রথম আলোকে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, মামণি চাকমা ভবিষ্যতে একজন তারকা খেলোয়াড় হতে পারে, যদি তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং নিজের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়া হয়।’
মামণি ১০ নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। সে খুবই প্রতিভাবান, মানসিকভাবে দৃঢ়।পিটার বাটলার, কোচ, বাংলাদেশ নারী ফুটবল দলমামণিকে প্রতিভাবান ফুটবলার হিসেবে উল্লেখ করে বাটলার আরও বলেন, ‘মামণি ১০ নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। সে খুবই প্রতিভাবান, মানসিকভাবে দৃঢ়। আলফি, থুইনু মারমা ও উম্মে কুলসুমও ভালো খেলেছে।’
পরশু জর্ডানের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততের পারেনি বাংলাদেশ অ–১৭ দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২০০ রানের হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ বাংলাদেশের
সিরিজ হারের পর বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে স্রেফ উড়ে গেল। আফগানিস্তান হ্যাটট্রিক সিরিজ জয়ের পর প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ কোনো লড়াই করতে পারেনি। শেষটাতে মুখ রক্ষাও হয়নি।
আফগানিস্তান জয় পেয়েছে ২০০ রানের বিশাল ব্যবধানে। যা ওয়ানডেতে তাদের রানের ব্যবধান হিসেবে দ্বিতীয় বড় হয়। দুইশ বা তার বেশি রানের হিসেবে এটিই তাদের দ্বিতীয় জয়।
আবুধাবিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান করে। জবাব দিতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯৩ রানে অল আউট বাংলাদেশ।
বিস্তারিত আসছে ...
ঢাকা/ইয়াসিন