অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে জিরুনা ত্রিপুরাকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

৩৫ বছরের ‘ফাঁড়া’ কাটিয়ে চাকসুর ‘ভোট উৎসব’ বুধবার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

এর আগে, গত ৭ জুলাই পরিষদ সদস্যদের অবমূল্যায়ন, অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে জিরুনা ত্রিপুরাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখে মন্ত্রাণালয়। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে মন্ত্রণালয় জিরুনাকে স্থায়ীভাবে অপসারণ করল।

২০২৪ সালের ৭  নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। যা নিয়ে সমালোচনার মুখে পড়েন জিরুনা ত্রিপুরা।

ঢাকা/রূপায়ন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মিরাজ, প্রতিশ্রুতির কী প্রয়োজন, আমরা তো সুনীলের কবিতায়ই শিখেছি

রশিদ খান। নাহ্‌, আফগান লেগ স্পিনার রশিদ খান নন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথা শুনে মনে পড়ে গেল শাস্ত্রীয় সংগীতশিল্পী রশিদ খানের কয়েকটি কথা। প্রয়াত ওস্তাদ রশিদ খান কথাগুলো এই প্রতিবেদককেই একবার বলেছিলেন বৈঠকি ঢঙে দেওয়া সাক্ষাৎকারে।

শচীন টেন্ডুলকারের পাঁড় ভক্ত রশিদ খান শৈশবে ক্রিকেটার হওয়ারই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর মামা নিসার হুসেইন খান তাঁকে সে পথে হাঁটতে দেননি। একপ্রকার জোর করেই নিজেদের গড়া সংগীতরাজ্যে ঢুকিয়ে দেন রশিদ খানকে। শাস্ত্রীয় সংগীতের বড় সংগীতকার হয়েও রশিদ খান ক্রিকেটকে অন্তর থেকে মুছে ফেলতে পারেননি; বরং তিনি ক্রিকেট আর সংগীতকে দেখেছেন একই রূপে!

যে সাক্ষাৎকারের কথা বলা হলো, সেখানে তিনি বলেছিলেন, ‘ক্রিকেটটা সংগীতের মতোই। একেকটা কাভার ড্রাইভ, পুল, হুক—এগুলো তো সংগীতের বিভিন্ন ধারার মতোই রেশমি পরশ নিয়ে এগিয়ে চলে।’ সংগীত আর ক্রিকেটকে এক বিন্দুতে মেলানোর আলোচনায় তিনি আরেকটি বেশ মজার উদাহরণ টেনেছিলেন, ‘দেখুন, এটা অনেকটা গানের মতোই। একটি গানের তিনটি ভাগ যদি আপনি করেন, কী আছে সেখানে? আভোগ, অন্তরা, স্থায়ী।’

আফগানিস্তানের বিপক্ষে গতকাল ধবলধোলাই হয় বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ