ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিশেষজ্ঞ অ্যাশলে টেলিসকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘বেআইনিভাবে জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য নিজের কাছে রেখে দিয়েছেন।’

টেলিস একসময় মার্কিন প্রশাসনে কাজ করেছেন। তিনি ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইলের সঙ্গে কাজ করেছেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর জ্যেষ্ঠ ফেলো টেলিসের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ এনেছে, তিনি খুবই সংবেদনশীল ‘১ হাজার পৃষ্ঠার বেশি গোপন সরকারি নথি প্রিন্ট করে বাড়িতে ফাইল ক্যাবিনেট ও আবর্জনার ব্যাগে লুকিয়ে রেখেছিলেন’।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান ঘোষণা করেছেন, ভিয়েনার বাসিন্দা ৬৪ বছর বয়সী অ্যাশলে টেলিসকে সপ্তাহান্তে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

হ্যালিগান বলেন, ‘আমরা দেশি–বিদেশি সব ধরনের হুমকি থেকে মার্কিন জনগণকে রক্ষা করতে পুরোপুরি আন্তরিক। এই মামলার অভিযোগগুলো আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি। এই মামলার ঘটনা ও আইন স্পষ্ট। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে সেসব আইন অনুসরণ করে যাব।’

বিবৃতিতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, একটি ফৌজদারি অভিযোগ ‘কেবলই একটি অভিযোগ’ এবং দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ বলে ধরে নেওয়া হয়।

টেলিস মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি দপ্তরে ঠিকাদার হিসেবেও কাজ করেছেন। সপ্তাহান্তে এফবিআই এজেন্টরা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ‘গোপনীয়’ এবং ‘অত্যন্ত গোপনীয়’ প্রচুর নথি খুঁজে পেয়েছেন। এরপরই ভার্জিনিয়ার ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টেলিস বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতা নিয়ে ভাবেন এবং পুরো বিশ্বকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিযোগী হিসেবে মনে করেন।’

টেলিসের অন্যতম আইনজীবী ডেবোরা কার্টিস বলেছেন, ‘আমরা শুনানির অপেক্ষায় আছি, যেখানে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করতে পারব।’ তিনি এর বেশি মন্তব্য করতে রাজি হননি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, টেলিস সরকারি কম্পিউটারে মার্কিন সামরিক বিমানের সক্ষমতাসহ বিভিন্ন স্পর্শকাতর গোপন নথি প্রিন্ট করেছেন বা সহকর্মীকে প্রিন্ট করতে বলেছেন বলে অভিযোগ রয়েছে।

নথি অনুসারে, নজরদারি ক্যামেরার ভিডিওতে টেলিসকে বেশ কয়েকবার সরকারি দপ্তর থেকে একটি ব্রিফকেস নিয়ে বের হতে দেখা গেছে, যেখানে তিনি প্রিন্ট করা কাগজপত্র লুকিয়ে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে।

এফবিআই আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে টেলিস একাধিকবার চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। ২০২২ সালে এক নৈশভোজে টেলিস একটি ম্যানিলা ফোল্ডার নিয়ে গিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসা চীনা কর্মকর্তারা একটি উপহারের ব্যাগ নিয়ে প্রবেশ করেন।

হলফনামায় বলা হয়েছে, রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় টেলিসের কাছে ম্যানিলা ফোল্ডারটি দেখা যায়নি। তবে চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কোনো গোপনীয় তথ্য পাচার করেছেন বলে সরাসরি অভিযোগ করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র ন ট কর কর মকর ত কর ছ ন সরক র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে ধসিয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ ও আজমত

বল করেছেন ১৪৭টি, রান দিয়েছেন মাত্র ৬৭। ওভারপ্রতি ইকোনমি ২.৭৩। উইকেট নিয়েছেন ১১টি।

শারজায় সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশকে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। ওয়ানডে বোলারদের তালিকায় উঠে গেছেন এক নম্বরে। শুধু তাই নয়, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন আরেক আফগান—আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান।

রশিদ সর্বশেষ বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন ২০২৪ সালের নভেম্বরে। প্রায় এক বছর পর আবারও ফিরলেন, এক লাফে ছয় ধাপ এগিয়ে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৭১০। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া কেশব মহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি।

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর সিরিজে রশিদ তিন ম্যাচেই ছিলেন ধারাবাহিক। প্রথম ওয়ানডেতে ৩৮ রানে ৩, দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে ৫ আর তৃতীয় ওয়ানডেতে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন।

সিরিজসেরা ইব্রাহিম জাদরান ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। এখন তিনি দুইয়ে। আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের জন্য এটিই সর্বোচ্চ অবস্থান। সিরিজে তাঁর ইনিংস ছিল ২৩, ৯৫ ও ৯৫ রান। এখন শীর্ষে থাকা শুবমান গিলের চেয়ে মাত্র ২০ রেটিং পয়েন্ট পেছনে। গিলের ৭৮৪, জাদরানের ৭৬৪।

আরও পড়ুনকঙ্কাল–ব্যাটিং, ওয়ানডেতে বাংলাদেশ এখন ৫০ ওভারও খেলতে পারে না২ ঘণ্টা আগে

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। আজমতউল্লাহ ওমরজাই পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গা হারিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতউল্লাহ।

আবারও অলরাউন্ডারদের শীর্ষে আজমতউল্লাহ ওমরজাই

সম্পর্কিত নিবন্ধ