আন্তর্জাতিক ফুটবলে গোল করানোর রেকর্ড মেসির
Published: 15th, October 2025 GMT
আনন্দের খবরটা লিওনেল মেসির মুখ থেকেই শুনেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ ম্যাচ শেষে বললেন সে কথা, ‘গতকাল তার কাছে জানতে চেয়েছিলাম খেলতে প্রস্তুত কি না। সে বলেছে হ্যাঁ। এটা সব সময়ই আমাদের জন্য আনন্দের ব্যাপার।’
ভেনেজুয়েলার বিপক্ষে গত শনিবারের প্রীতি ম্যাচটি খেলেননি মেসি। তার আগে ইন্টার মায়ামির হয়ে ২৭ দিনে ৭ ম্যাচ খেলায় তাঁকে বিশ্রাম দেয় আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। আজ পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে চেয়েছিলেন বলেই কোচকে ‘হ্যাঁ’ বলে দেন। আর কে না জানেন, মেসি মাঠে নামলে কী ঘটে—দুর্দান্ত নৈপুণ্য, গোল, নয়তো গোল করানো কিংবা নতুন রেকর্ড। আজ অবশ্য একটু কম-ই দেখা গেল। মানে শুধু গোলটাই করতে পারেননি। কিন্তু দুটি গোল করিয়েছেন এবং তাতে হয়েছে নতুন এক রেকর্ড।
আর্জেন্টিনার ৬-০ গোলে জয়ের এ ম্যাচে প্রথমার্ধে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটা ছিল মেসির ৫৯তম ‘অ্যাসিস্ট’ (গোল করানো)। আন্তর্জাতিক ফুটবলে এত দিন গোল করানোয় শীর্ষে ছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ২২ মিনিটে মেসি ওই গোলটি করিয়ে দিয়ে প্রথমে তাঁর রেকর্ডে ভাগ বসান। এরপর টপকে যান ৮৪ মিনিটে লাওতারো মার্তিনজকে দিয়ে গোল করিয়ে। আর্জেন্টিনার জার্সিতে এ নিয়ে ৬০ গোল করালেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে গোল করানোয় মেসির ওপরে আর কেউ নেই।
প্রথম আলো গ্রাফিকস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র গ ল কর ন র কর ড
এছাড়াও পড়ুন:
১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সিনেট ভবনে রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
আরো পড়ুন:
রাকসু: শীর্ষ তিন পদের প্রার্থীরা যেখানে ভোট দেবেন
‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই অনুযায়ী শিক্ষা নিয়ে আমরা ভোট গণনার জন্য সর্বোচ্চ আধুনিক ওয়েমার মেশিনের ব্যবস্থা করেছি।”
তিনি আরও বলেন, ১৭টি হলের জন্য ১৭টি ভোট কেন্দ্র করা হয়েছে। একজন ভোটার আলাদা আলাদা ছয় পেজ ও আলাদা রংয়ের ব্যালট পেপার দেওয়া হবে। একজন ভোটারের একটি ভোট নিশ্চিত করতে ছবি যুক্ত তালিকা, ভোটারদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই, অমোচনীয় কালি এবং বিশেষ ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ১০ ঘণ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল।
ঢাকা/ফাহিম/মেহেদী