জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে শহরে খেলাফত মজলিসের মানববন্ধন
Published: 15th, October 2025 GMT
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার (১৫ অক্টোবর ) দপুরে প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা মামূনুর রশীদ বলেন, "স্বাধীনতার ৫০ বছরের অধিক সময় ধরে এ দেশে শাসন- শোষণের পালা পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই।
জুলাই অভ্যুত্থানে আপামর জনতা যেই আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে ছিল; বাংলাদেশে আগের বন্দোবস্তের পরিবর্তন হবে, দূর্নীতি বন্ধ হবে, নতুন বন্দোবস্তে দেশ গড়তে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস এই জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষে ৫ দফা দাবি আদায়ের জন্য দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।"
৫ দফা দাবিগুলো হলো- জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ২.
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, জনাব নুর আলম, সহ-সাধারন সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম, সহ- প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, সহ অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ক্বারী ওমর ফারুক, ফতুল্লা থানা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ওজিউল্লাহ, মহানগর যুব-মজলিসের সহ সভাপতি রফিকুল ইসলাম , মহানগর ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব সহ প্রমুখ নেতাকর্মী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ ল ই সনদ র সহ স
এছাড়াও পড়ুন:
লালনের আখড়ায় মাদক সেবন বন্ধের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
আরো পড়ুন:
ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ
জাবিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি
বক্তারা বলেন, ‘‘মাদক সমাজ ধ্বংসের নীরব ঘাতক। এটি পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্নভঙ্গ করে। অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। মাদক মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে নরকের পথে ঠেলে দেয়। বিগত কয়েক বছর ধরে লালন আখড়ায় মেলার সময় প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। এতে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।’’
বক্তারা আরো বলেন, ‘‘আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর লালন তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের সময় যদি লালন আখড়ায় প্রকাশ্যে মাদক সেবন হয়, তবে আমরা নীরব থাকব না। তখন কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে রাস্তায় নামবে।’’
মানববন্ধনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্ব বক্তব্য রাখেন আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান এবং জেলা সভাপতি আবদুল লতিফ খান প্রমুখ।
ঢাকা/কাঞ্চন/বকুল