বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুমতী মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নৃত্যশিল্পী। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মধুমতী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। গতকাল ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। গতকাল বিকেলেই বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন:
কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!
নেচে প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা
বরেণ্য অভিনেত্রী মধুমতীর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলা শোক প্রকাশ করেছেন। মধুমতী বলিউডে অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও পরিচিত ছিলেন। শিল্পীর মৃত্যুতে শোকাহত তার ছাত্রছাত্রীরাও।
মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলের জন্যও সুনাম ছিল মধুমতীর। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুপরিচিত ছিলেন মধুমতী। প্রায়ই সোনালি যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মধুমতী। ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন।
মধুমতী ব্যক্তিগত জীবনে নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেন। তখন তার বয়স মাত্র ১৯। দীপক বয়সে অনেক বড় ছিলেন এবং চার সন্তানের বাবা ছিলেন। অল্প বয়সে প্রথম স্ত্রীর মৃত্যু হলে মধুমতীর সঙ্গে তার বিয়ে হয়।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ন ত যশ ল
এছাড়াও পড়ুন:
রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন
প্রশ্ন: আমি একজন নারী, বয়স ২৩ বছর। কয়েক দিন ধরে লক্ষ্য করছি, আমার দুই চোখের ঠিক নিচের ত্বকে ভাঁজ পড়েছে, চারদিকে হালকা কালচে ভাব এসেছে। রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে। ময়েশ্চারাইজার বা ফেসওয়াশ লাগলেও জ্বালাপোড়া করে। ঘুম থেকে উঠলে চোখ ফোলা দেখায়। আমার অ্যালার্জির সমস্যাও রয়েছে। হঠাৎ চোখের চারদিকের ত্বক এতটা স্পর্শকাতর হয়ে ওঠার কারণ কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: চোখের নিচের কালো দাগ–সম্পর্কিত বর্ণনায় উল্লেখ করেছেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। এটি একটি উল্লেখযোগ্য কারণ। এ ছাড়া দুশ্চিন্তা, রাত জাগা, বংশগত কারণেও চোখে কালচে দাগ হতে পারে। শরীরের কোনো জটিলতা কিংবা সাইনাস সমস্যায়ও চোখের চারপাশে ডার্ক সার্কেল হতে পারে। দীর্ঘ সময় ধরে মুঠোফোন ব্যবহার করলেও এমন সমস্যা দেখা দিতে পারে।
একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার শরীরে ভিটামিন ডির মাত্রা জেনে নিন। ভিটামিন ডি স্বল্পতায়ও এ ধরনের সমস্যা দেখা দেয়। এ ছাড়া সাইনাসের ক্ষেত্রে এক্স–রে এবং অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে অ্যালার্জি সমস্যার ধরন জেনে নিন। অ্যালার্জি হতে পারে, এমন সবকিছু পরিহার করুন।
রাতে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে, মাথার নিচে একটু উঁচু করে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। চোখের চারপাশে বরফ দিয়ে ম্যাসাজ করতে পারেন। ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। ত্বকের ধরন বুঝে ভালো ফেসওয়াশ ব্যবহার করতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তিনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।
আরও পড়ুনদীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী এই ৫ অভ্যাস চর্চা করুন০৮ অক্টোবর ২০২৫প্রশ্ন পাঠানোর ঠিকানাঅধুনা
প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected],
খামের ওপর ও ই-মেইলের
subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’
আরও পড়ুনচোখের যেসব রোগ শিশুরা ধরতে পারে না, মা–বাবাও টের পান না১৫ সেপ্টেম্বর ২০২৫