চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: বাম গণতান্ত্রিক জোট
Published: 16th, October 2025 GMT
অন্তর্বর্তী সরকার এখতিয়ারের বাইরে গিয়ে দেশের সচেতন মানুষ ও রাজনৈতিক মহলের মতামতকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা।
আজ বৃহস্পতিবার সকালে ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাম জোটের নেতারা এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে এ সভা হয়।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার এত মরিয়া হয়ে উঠেছে, তা দেশবাসীর মনে গভীর সন্দেহের উদ্রেক করে। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা সরকার এই জাতীয় স্বার্থবিরোধী প্রকল্প গ্রহণ করেছিল। কিন্তু গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারও বিগত ফ্যাসিবাদী সরকারের পথে হাঁটছে।
‘সরকার দেশকে সাম্রাজ্যবাদীদের একটা ঘুঁটিতে পরিণত করছে’ উল্লেখ করে বাসদের সাধারণ সম্পাদক বলেন, করিডর, অস্ত্র কারখানা, স্টারলিংক, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তিসহ নানা ধরনের সাম্রাজ্যবাদী চক্রান্তে দেশকে জড়িয়ে ফেলছে।
বামপন্থী প্রগতিশীলদের নেতৃত্বে গণ–আন্দোলন গড়ে তোলা ছাড়া দেশ ও দেশের সম্পদ রক্ষার আন্দোলন এগোনো যাবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো বুর্জোয়া দল বা সরকারের পক্ষে গণ–অভ্যুত্থান তথা জনগণের কোনো আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে ২৭ অক্টোবর নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ এবং দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।
আরও পড়ুনচট্টগ্রাম বন্দর: বিদেশি অপারেটর নিয়ে কেন বিতর্ক২৫ আগস্ট ২০২৫মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন প্রমুখ।
আরও পড়ুনডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে যাবে তিন টার্মিনাল: নৌসচিব১২ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক সরক র
এছাড়াও পড়ুন:
নতুন ওষুধ তৈরি হবে পেঁপে থেকে
পেঁপের মধ্যে থাকা পাপাইন নামের একটি বিশেষ এনজাইম ব্যবহার করে ক্যানসারসহ পাকস্থলী–সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন ওষুধ তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। উদ্ভিদ সাধারণত নিজস্ব প্রতিরক্ষার জন্য এনজাইম তৈরি করে। পাপাইনের মতো ল্যাটেক্স প্রোটিয়েজ পেঁপেগাছের পাতাকে শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা করে। পেঁপে নিয়ে বিশেষ এই গবেষণা অ্যারাবিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে।
পাপাইন এনজাইম নামের এই প্রাকৃতিক প্রোটিন কাজে লাগিয়ে নতুন ওষুধ তৈরির কাজ করছেন যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির প্রাণরসায়নবিজ্ঞানী বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলা। তিনি জানান, পেঁপেগাছকে ফার্মাকোলজিক্যাল গবেষণার নতুন ভান্ডার বলা যায়। পাপাইন একটি সিস্টাইন প্রোটিয়েজ, যা একটি প্রোটিন কাটার এনজাইম। এটি সালফার বহনকারী একটি অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে। এই রাসায়নিক ধর্ম এটিকে উষ্ণ, জলীয় পরিস্থিতিতেও নির্ভুলভাবে পেপটাইড বন্ধন ভাঙতে সাহায্য করে। এর দুই-ডোমেন কাঠামোতে একটি সক্রিয় খাঁজ রয়েছে, যা অনেক প্রোটিন লক্ষ্যবস্তুর সঙ্গে খাপ খায়। এই শারীরিক বিন্যাসের কারণে খাদ্য ও বায়োমেডিকেল উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ আছে।
বেঞ্জামিন আয়োদিপুপো বাবাওলার তথ্যমতে, পাপাইন ১২২ থেকে ১৩৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সক্রিয় থাকে। পাপাইন জলে দ্রবীভূত হয়। নির্দিষ্ট কিছু সহায়তাকারী যেমন অ্যামিনো অ্যাসিড ও চিলেটরের সঙ্গে যুক্ত হয়ে যুক্তিসংগতভাবে স্থিতিশীল থাকে।
প্রসঙ্গত, পাপাইন কোনো নতুন উপাদান নয়। এটি মাংস নরম করার উপাদানে পাওয়া যায়। এ ছাড়া কিছু পানীয় পরিষ্কার করতে ও ক্ষত নিরাময়ের জেলে ব্যবহার করা হয়। গ্রীষ্মমণ্ডলীয় কৃষি এলাকায় পেঁপে বেশ চাষ হয় বলে এর সরবরাহ বেশ স্থিতিশীল। আর তাই পেঁপের পাপাইন এনজাইম কম খরচে জৈব-প্রক্রিয়াকরণে ব্যবহারের সুযোগ আছে।
সূত্র: আর্থ ডটকম