আইভীকে অচিরেই গ্রেপ্তার করতে হবে : আজাদ
Published: 16th, January 2025 GMT
গত আন্দোলনে যারা আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সে অর্থ দিয়ে যারা মানুষকে গণহত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যেভাবে তদন্ত চলছে এভাবে তদন্ত করলে চলবে না।
এসব মামলার আওয়ামী লীগের যারা আসামি তারা বুক ফুলিয়ে কিন্তু শহরে চলাচল করছে। মামলার আসামি কিন্তু আইভীও। তিনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছে।
আইভীতো এই শহরেই অবস্থান করছে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তার বিরুদ্ধে তো মামলা হয়েছে অচিরেই তাকে গ্রেপ্তার করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হাসান মিঞায মতবিনিময় সভা বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বিদায় ডিসি মাহমুদুল ইসলাম আওয়ামী লীগের একটি পার্ট ছিল। ওনাকে তো আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তার সময় কিন্তু এই সকল মামলাগুলো হয়েছে কিন্তু তিনি একটি ও কিন্তু কোন কার্যকরী ব্যবস্থা নেননি।
বরঞ্চ উনি এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন। শুধু তাই নয় তিনি আমাদের বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা অভিযুক্ত চেষ্টা করেছে।
আসলে কোন কিছুই কিন্তু চাপা থাকে না সবকিছু কোন না কোন ভাবে কিন্তু বের হয়ে আসে। সামনে সামনে তার ব্যবহার ছিল কিন্তু খুবই সুন্দর কিন্তু ভিতরে ভিতরে তিনি আওয়ামী লীগের পারপাস সাফ করেছেন। ১৭ বছর দেশে বারোটা বাজিয়ে দিয়েছিল উনি কিন্তু ছিলেন তাদেরই পারপার সাফ করেছিল।
তিনি আরও বলেন, মাদক মক্ত বাংলাদেশ আমরা কিন্তু সবাই চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নৈরাজ্যের বিপক্ষে ও মাদকমুক্ত বাংলাদেশের পক্ষে। আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি'র পক্ষ থেকে বলতে চাই আমরা মাদকমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই।
সেজন্য আমরা আপনার পরিপূর্ণ সহযোগিতা চাই। যানজট এটা কিন্তু বড় কোন বিষয় নাই আপনাদের যদি সবাই চান তাহলে এটা নিমিষেই শেষ হয়ে যাবে। ডিসি ও এসপি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেন শহরে যানজটের সমস্যা থাকবে না।
আর আইন-শৃঙ্খলা কমিটি বিষয় নিয়ে এসেছে এ বিষয়টি আপনি বিশেষ বিবেচনা নিয়ে নতুন করে দিলে সাজাবেন। আমি যতটুকু জানি আপনি মানবিক ডিসি হিসেবে সকলের কাছে পরিচিত।
আপনি নারায়ণগঞ্জে মানবিক ডিসি হিসেবে কাজ করবেন দল-মত নির্বিশেষে আমরা সবাই আপনার পাশে আছি এবং সহযোগিতা করব আপনি কাজ করে যান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ন র য়ণগঞ জ ক জ কর আওয় ম
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।